bn_tw/bible/other/harp.md

1.9 KiB

বীনা, বীনা, বীনাবাদক , বীনাবাদক গণ

সঙ্ঘ

এই বীনা এই বাদ্যযন্ত্র, যা সাধারণত একটি বড় খোলা ফ্রেম অনেকগুলো সোজা সোজা তার থাকে ।

  • বাইবেলে এই বীনা বা অন্য বাদ্যযন্ত্র তৈরী করার জন্য এই ফির কাঠ ব্যেবহার করা হত ।
  • বীনা যন্ত্রটি হাত দিয়ে ধরা হত এবং ঘুরে ঘুরে বাজানো হত.
  • বাইবেলের অনেক জায়গায় বীনা যন্ত্রটি ঈশ্বরে আরাধনা বা প্রসংসার জন্য ব্যেবহার করা হত ।
  • দায়ুদ অনেক গীত লিখেছেন যেইখানে এই সঙ্গীতে বীনা ব্যেবহার করা হয়েছে ।
  • তিনি রাজা সৌল এর জন্য বীনা বাজিয়েছিলেন যেন সৌল এর অসন্ত মনকে সন্ত করেন ।

(আরো দেখো : দায়ুদ, ফির, গীত,সৌল)

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H3658, H5035, H5059, H7030, G2788, G2789, G2790