bn_tw/bible/other/hang.md

1.7 KiB
Raw Permalink Blame History

গলায় দড়ি দেওয়া , ঝোলা, গলায় দড়ি দিয়েছে, ঝুলন্ত, ঝোলানো হয়েছে

সংঘা:

শব্দতি “ ঝোলা” মানে জলান কিছু বা মেঝের উপরে কিছু বা কেও ।

  • কাওকে ঝোলানো মানে তার গলায় দড়ি শক্ত করে বেঁধে তাকে কারো উপর বা গাছের ডালের মত কিছুর ওপর ঝোলানো । যিহুদার নিজেই গলায় ফাসি লাগিয়েছিল ।
  • যদিও যিশু একটি কাঠের ক্রুশের ওপর ঝুলন্ত অবস্তায় মারা গেছেন তবু তার ঘাড়ের চারিদিকে কিছু ছিল না , সৈন্যরা তার হাতে বা পায়ে পেরেক দিয়ে তাকে মেরে ছিল ।
  • কাওকে ঝোলানো মানে সবসময় ইংগিত করে কাওকে এই ভাবে মারা হয় তাকে ঝুলিয়ে তার গলায় চারিদিকে দড়ি দিয়ে ।

বাইবেলের পদগুলি :

শব্দ তথ্য:

  • Strong's: H2614, H3363, H8518, G519