bn_tw/bible/other/hail.md

2.4 KiB
Raw Permalink Blame History

শিলাবৃষ্টি,

ঘটনা :

এই সব্দটি সাধারণত আকাশ থেকে পরা যে হিমায়িত জল বা ঢেলা কে বোঝাই । যদিও ইংরাজিতে একই সব্দ অন্য ভাবে মানে করা যায় যেমন “ শিলাবৃষ্টি” কাওকে সুভেচ্ছা জানানো যেমন “ওহে” বা “আপনাকে অভিনন্দন”

  • শিলাবৃষ্টি যা আকাশ থেকে আগত হিল বা বলের আকারে যে বরফ পরে তাকে “ বরফপাথর” বলে ।
  • সাধারণত বরফ পাথর গুলি আকারে ছোট্ট (সাধারণত কয়েক সেন্টিমিটার চওড়া), কিন্তু মাঝে মাঝে বরফপাথরগুলো বড় প্রায় ২০ সেন্টিমিটার চওড়া এবং যার ওজন এক কিলোগ্রাম ।
  • নতুন নিয়মে প্রকাসিতবাক্য তে ৫০ কিলোগ্রাম ওজনের শিলাবৃষ্টি বর্ণনা দেওয়া আছে যে ঈশ্বর যখন শেষ সময়ে দুষ্টদের বিচার করবেন তখন তিনি এই শিলাবৃষ্টি বর্সন করবেন ।
  • “শিলাবৃষ্টি” সব্দটি পুরাতন ইংরাজিতে যার মানে “আনন্দ করা” বা অন্যভাবে অনুবাদ করা যায় “ শুভেচ্ছা!” বা “হ্যালো”

(অনুবাদের প্রসঙ্গ: নামের অনুবাদ)

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H68, H417, H1258, H1259, G5463, G5464