bn_tw/bible/other/gossip.md

1.8 KiB

পরচর্চা, পরচর্চা করা, পরচর্চাকারী, বাজে কথা বলা

সংজ্ঞা:

“পরচর্চা”শব্দটি অর্থ হল অন্য কারো ব্যক্তিগত বিষয় নিয়ে অন্য লোকের সঙ্গে কথা বলাকে বোঝায়, সাধারণত একটি নেতিবাচক এবং অফলদায়ক উপায়ে। প্রায়ই যে বিষয়ে কথা বলা হয় যা সত্য হিসাবে প্রমাণিত হয়নি।

  • বাইবেল বলে যে মানুষের সম্বন্ধে নেতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়া হল ভুল। পরচর্চা এবং অপবাদ এই ধরনের নেতিবাচক কথাবার্তার উদাহরণ।
  • পরচর্চা সেই ব্যক্তির যার বিষয়ে বলা হচ্ছে তার পক্ষে ক্ষতিকর কারণ এটি প্রায় অন্যের সাথে অন্য লোকের সম্পর্ককে প্রায়ই ব্যাথা দেয়।

(একই সঙ্গেদেখুন: অপবাদ)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H5372, G2636, G5397