bn_tw/bible/other/dung.md

1.8 KiB

গোবর, সার

বর্ণনা:

“গোবর” শব্দটি মানুষ বা পশুর কঠিন বর্জ্যপদার্থকে বোঝায় এবং এছাড়া এটা মল বা বিষ্ঠা বলা হয়| যখন সার হিসাবে ব্যবহার হয় মাটির সমৃদ্ধির জন্য, এটাকে বলে “সার”|

  • এছাড়া এই শব্দটির রূপকগত ব্যবহারে হতে পারে যা কোনো কিছুকে বোঝায় যা অযোগ্য বা গুরুত্বপূর্ণ নয়|
  • পশুর শুকনো গোবর প্রায়ই জ্বালানির জন্য ব্যবহার হয়|
  • “পৃথিবীর ওপর গোবরের মত” অভিব্যক্তি “ভূমির ওপর ছড়িয়ে থাকা অযোগ্য গোবরের মত দেখতে” এই হিসাবে অনুবাদিত হতে পারে|
  • “সার দরজা” যিরুশালেমের দক্ষিণ দেয়ালের সম্ভবত দরজা ছিল যেখানে শহরের আবর্জনা ও জঞ্জাল নিষ্কাশিত করা হত|

(আরো দেখো: দরজা)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H830, H1119, H1557, H1561, H1686, H1828, H6569, H6675, G906, G4657