bn_tw/bible/other/drinkoffering.md

2.7 KiB

পানীয় নৈবেদ্য

বর্ণনা:

পানীয় নৈবেদ্য ছিল ঈশ্বরের কাছে বলিদান যা যজ্ঞবেদির ওপর দ্রাক্ষারস ঢালার সঙ্গে যুক্ত| এটা কোনো কোনো সময় হোমবলি এবং শস্য নৈবেদ্য একসঙ্গে হয়|

  • পৌল তার জীবনকে ঢেলে দেওয়া পানীয় নৈবেদ্যের মত পরিবর্তন করেছিল| এর অর্থ হল যে তিনি সম্পূর্ণ ঈশ্বরের সেবায় এবং লোকদেরকে যীশুর বিষয়ে বলার জন্য সমর্পিত হয়েছিলেন, এছাড়া তিনি জানতেন তিনি দুঃখভোগ করবেন এবং সম্ভবত তার কারণে তিনি মারা যাবেন|
  • যীশুর ক্রুশের ওপর মৃত্যুর মূলবিষয়বস্তু ছিল পানীয় নৈবেদ্য, যেমন তার রক্ত আমাদের পাপের জন্য ক্রুশের ওপরে ঢালা হয়েছিল|

অনুবাদের পরামর্শ:

  • এই শব্দটি অন্য পদ্ধতিতে অনুবাদ করলে হবে “আঙ্গুর রসের নৈবেদ্য”|
  • যখন পৌল বললেন তিনি ঢেলে “দেওয়া নৈবেদ্যের মত” জীবন্ত এটির আরো অনুবাদ হতে পারে যেমন “আমি মানুষকে ঈশ্বরের বার্তাকে শিক্ষা হিসাবে দিতে সম্পূর্ণ সমর্পিত, যা যজ্ঞবেদির ওপর ঢেলে দেওয়া দ্রাক্ষারসের নৈবেদ্যের মত”

(আরো দেখো: হোমবলি, শস্য নৈবেদ্য)

বাইবেলের উল্লেখগুলি

শব্দ তথ্য:

  • Strong's: H5257, H5261, H5262