bn_tw/bible/other/doom.md

1.2 KiB

নিয়তি

বর্ণনা

“নিয়তি” শব্দটি সম্ভবনাহীন আবেদন বা বেঁচে যাওয়া যুক্ত নিন্দার শাস্তিকে বোঝানো হয়েছে|

  • ইস্রায়েল জাতিকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, যিহিস্কেল ভাববাদী বলেছিলেন, “নিয়তি তাদের ওপরে এসেছে”|
  • মূলবিষয়বস্তুর ওপর নির্ভর করে, এই শব্দটি “ধ্বংস” বা “শাস্তি” বা “আশাহীন ধ্বংস” হিসাবে অনুবাদিত হতে পারে|

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H1820, H3117, H6256, H6843, H8045