bn_tw/bible/other/concubine.md

1.7 KiB

উপপত্নী, উপপত্নিরা

সংজ্ঞা:

একজন উপপত্নী হল একটি মহিলা যিনি একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী যার ইতিমধ্যে একটি স্ত্রী আছে | সাধারণত একটি উপপত্নী আইনগতভাবে সেই পুরুষের সাথে বিবাহিত নয় |

  • পুরাতন নিয়মে, উপপত্নী প্রায়ই মহিলা দাস ছিল |
  • একটি উপপত্নী কেনার দ্বারা অর্জন করা যেতে পারে, সামরিক বিজযয়ের মাধ্যমে, বা একটি ঋণ পরিশোধের মাধ্যমে পাওয়া যেতে পারে |
  • একটি রাজার জন্য, অনেক উপপত্নী ছিল ক্ষমতার একটি চিহ্ন |
  • নতুন নিয়ম শিক্ষা দেয় যে একটি উপপত্নী থাকার অভ্যাস ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ |

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3904, H6370