bn_tw/bible/other/bridegroom.md

1.6 KiB

বর, বরের

সংজ্ঞা:

একটা বিবাহ অনুষ্ঠানে, বর হল সেই মানুষ যে কনেকে বিয়ে করবে |

  • বাইবেল কালীন সময়ে যিহুদী সংস্কৃতিতে, অনুষ্ঠানের মুখ্য বিষয় ছিল বর তার নববধূ পেতে আসছে |
  • বাইবেলে, যীশুকে রূপকার্থে “বর” বলা হয়েছে যিনি কোন একদিন আসবেন তাঁর “কনের” জন্য, সেই মন্ডলীর জন্য |
  • যীশু তাঁর শিষ্যদের বরের বন্ধুদের সঙ্গে তুলনা করেছেন, যখন বর তাদের সঙ্গে থাকে তারা আনন্দ করে, কিন্তু যখন তিনি চলে যান তাদের দঃখ হবে |

(ইচ্চারাও দেখুন: কনে)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2860, G3566