bn_tw/bible/other/bowweapon.md

2.1 KiB

ধনুক এবং তীর, ধনুকের এবং তীরের

সংজ্ঞা:

এটা একধরনের অস্ত্র যাতে শিকার করার তীর থাকে একটা তারযুক্ত ধনুক থেকে | বাইবেল কালীন সময়ে এটা ব্যবহিত হত যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে এবং পশুদের মারার উদ্দেশ্যে খাবারের জন্য |

  • ধনুক তৈরী হত কাঠ, হাড়, ধাতু বা অন্য শক্ত উপাদান দিয়ে, যেমন হরিনের শিং | এটার বাঁকা আকৃতি আছে এবং শক্ত করে বাঁধা হয় তার, দড়ি বা দ্রাক্ষালতা দিয়ে |
  • একটা তীর হল একটা শরু ধারালো দন্ড, যার একপ্রান্ত তীক্ষ্ণ | অতি প্রাচীনকালে, তীর বিভিন্ন উপকরণ দিয়ে যেমন কাঠ, হাড়, পাথর বা ধাতু দিয়ে তৈরী করা যেতে পারত |
  • ধনুক এবং তীর সাধারনত ব্যবহিত হত শিকারী এবং যোদ্ধাদের দ্বারা |
  • “তীর” শব্দটা কখনও কখনও রূপক হিসাবেও ব্যবহিত হয় বাইবেলে উল্লেখ করার জন্য শত্রুর আক্রমন বা ঐশ্বরিক বিচার |

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2671, H7198, G5115