bn_tw/bible/other/biblicaltimeweek.md

1.5 KiB

সপ্তাহ, সপ্তাহের

সংজ্ঞা:

“সপ্তাহ” শব্দটা আক্ষরিকভাবে উল্লেখ করে একটা সময় কালের যা স্থায়ী সাতদিন |

  • যিহুদী পদ্ধতিতে সময়ের গণনা, একটা সপ্তাহ শুরু হয় শনিবারের সন্ধ্যা থেকে এবং শেষ হয় পরের শনিবার সন্ধ্যায় |
  • বাইবেলে, “সপ্তাহ” শব্দটা কিছুসময় রূপক হিসাবে ব্যবহিত হয় সাতটি সমষ্টির সময়ের এককের উল্লেখ করার জন্য, যেমন সাত বছর |
  • “উৎসবের সপ্তাহ” হল একটা ফসলের উৎসব যা নিস্তারপর্বের সাত সপ্তাহ পরে হয়। এটা “পঞ্চশত্তমিও” বলা হয় |

(এছাড়াও দেখুন: পঞ্চাশত্তমীর)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H7620, G4521