bn_tw/bible/other/bearanimal.md

1.5 KiB

ভাল্লুক, ভাল্লুকেরা

সংজ্ঞা:

ভাল্লুক হল একটি বড়, চার পায়ের ভয়ংকর পশু যার বাদামী বা কালো লোম, ধারালো দাঁত এবং থাবা আছে | বায়বেল্কালীন সময়ে ইস্রায়েলে ভাল্লুক সুলভ ছিল |

  • এই পশুটা জঙ্গলে এবং পাহাড়ী অঞ্চলে বাস করে; তারা মাছ, পোকামাকড় এবং উদ্ভিধ খায় |
  • পুরাতন নিয়মে, ভাল্লুক শক্তির চিহ্ন রূপে ব্যবহিত হত |
  • মেষপালক দাউদ মেষ চরানোর সময় একটা ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করেছিল এবং সেটাকে হারিয়ে দিয়েছিল |
  • দুটো ভাল্লুক জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল এবং একদল যুবকদের আক্রমন করেছিল যারা ভাববাদী ইলীশায়কে উপহাস করছিল |

(এছাড়াও দেখুন: দাউদ, ইলীশায়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1677, G715