bn_tw/bible/other/barley.md

1.8 KiB

যব

সংজ্ঞা:

“যব” শব্দটা উল্লেখ করে এক ধরনের শস্যের যা দিয়ে রুটি তৈরী হয় |

  • যব গছের একটি লম্বা শক্ত বৃন্ত আছে যার মাথায় বীজ বা শস্য বড় হয় |
  • যব গরমকালে ভালো হয় তাই এটি প্রায়ই বসন্ত বা গরমে চাষ করা হয় |
  • যখন যব মাড়াই করা হয়, খাবার বীজ আলাদা করা হয় বাজে তুষ থেকে |
  • যব গুঁড়ো করে ময়দায় পরিনত করা হয়, যা তারপর জল বা তেল মিশিয়ে রুটি তৈরী করা হয় |
  • যদি যব পরিচিত না হয়, এটি এইভাবেও অনুবাদ করা যায় যেমন “শষ্য যাকে যব বলা হয়” বা “যব শষ্য |”

(এছাড়াও দেখুন: কিভাবে অজানার অনুবাদ করতে হয়)

(ইচ্ছার দেখুন: শস্য,মাড়াই,গম

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H8184, G2915, G2916