bn_tw/bible/other/banquet.md

1.2 KiB

ভোজ

সংজ্ঞা:

ভোজ হল একটা বড়, আনুষ্ঠানিক ভোজ যা সাধারনত অর্ন্তভুক্ত বিভিন্ন খাবারের পদ |

  • প্রাচীনকালে, রাজারা প্রায়ই সমস্ত রাজনৈতিক নেতাদের এবং অন্য গুরুত্বপূর্ণ অতিথিদের বড় ভোজ দিত |
  • এটি এইভাবেও অনুবাদ কার্যে যেমন, “সম্প্রসারিত ভোজ” বা “গুরুত্বপূর্ণ পর্ব” বা “নানান-খাবারের পদ |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3739, H4797, H4960, H4961, H8354, G1173, G1403