bn_tw/bible/other/ax.md

2.1 KiB

কুড়ুল, কুড়ুল

সংজ্ঞা:

কুড়ুল হল একটি অস্ত্র যা ব্যবহিত হয় গাছ বা কাঠ কাটার বা টুকরো করার জন্য |

  • একটি কুড়ুলের সাধারনত একটি লম্বা কাঠের হাতল থাকে, সঙ্গে একটি বড় ফলক লাগানো থাকে শেষের দিকে |
  • যদি আপনার সংস্কৃতিতে কোন অস্ত্র থাকে যা কুড়ুলের মত, সেই অস্ত্রের নাম কুড়ুলের অনুবাদের জায়গায় ব্যবহার করা যেতে পারে |
  • অন্যভাবে এই শব্দটা অনুবাদ অন্তর্গত করতে পারে “গাছ কাতার অস্ত্র” বা “ফলক যুক্ত কাঠের অস্ত্র” বা “লম্বা হাতল যুক্ত কাঠের অস্ত্র |”
  • পুরাতন নিয়মের একটি ঘটনায়, একটা কুড়ুলের ফলক নদীতে পরে যায়, তাই এটা ভালো হয় (যদি আমরা এটাকে এভাবে অনুবাদ করতে পারি যে ) সেই অস্ত্র যা ব্যখ্যা করা হয়েছে ফলক বলে যা কাঠের হাতল থেকে খোলা যায় |

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1631, H4621, H7134, G513