bn_tw/bible/other/anguish.md

1.5 KiB

যন্ত্রণা

সংজ্ঞা:

“যন্ত্রণা” শব্দটা উল্লেখ করে তীব্র বেদনা বা চরম দুর্দশার |

  • যন্ত্রণা শারীরিক বা মানসিক বেদনা বা চরম দুর্দশার হতে পারে |
  • প্রায়ই লোকেরা যারা খুব যন্ত্রণার মধ্যে থাকে, সেটা দেখাযায় তাদের মুখে এবং ব্যবহারে |
  • উদাহরণ স্বরূপ, একটি লোক যে ভীষণ বেদনায় বা যন্ত্রনায় আছে, হয়ত দাঁত কিরমির করবে বা চিৎকার করবে |
  • “যন্ত্রণা” শব্দটা এইভাবেও অনুবাদ করাযায় যেমন “মানসিক দুর্দশা” বা “গভীর দুঃখ” বা “তীব্র বেদনা |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2342, H2479, H3708, H4164, H4689, H4691, H5100, H6695, H6862, H6869, H7267, H7581, G928, G3600, G4928