bn_tw/bible/other/admonish.md

1.2 KiB

উপদেশ

সংজ্ঞা :

“উপদেশ” শব্দটির অর্থ হল কাউকে দৃঢভাবে সাবধান করা বা পরামর্শ দেওয়া |

  • সাধারণত “উপদেশ” কথার অর্থ হল কাউকে পরামর্শ দেওয়া কোন কিছু না করার |
  • খ্রীষ্টের দেহে, বিশ্বাসীদের শিক্ষা দেওয়া হয়েছে একে অপরকে ক্ষমা করতে যাতে পাপকে এড়ানো যায় এবং পবিত্রভাবে জীবন যাপন করা যায় |
  • “উপদেশ” শব্দটিকে এইভাবেও অনুবাদ করাযায় “উৎসাহ দেওয়া পাপ না করার” বা “প্রেরণা দেওয়া কাউকে পাপ না করার |”

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H2094, H5749, G3560, G3867, G5537