bn_tw/bible/names/succoth.md

1.9 KiB

সুক্কোত্

সংজ্ঞা:

সুক্কোথ দুটি পুরাতন নিয়মের শহরের নাম ছিল। শব্দ, "সুক্কোত" (বা "সুক্কোত") মানে হল “আশ্রয়”।

  • সুক্কোত নামক প্রথম শহর যর্দন নদীর পূর্ব দিকে অবস্থিত ছিল.
  • যাকোব সুক্কোতে তার পরিবার ও পশুপালের সঙ্গে থাকতেন, সেখানে তাদের জন্য ঘর বানিয়েছিলেন আশ্রয় দানের জন্য।
  • শত শত বছর পরে, গিদিয়োন এবং তার ক্লান্ত লোকেরা সুক্কোতে থামেন কারণ তারা মিদিয়নদের পিছন ধাবন করছিল , কিন্তু সেখানকার লোকেরা তাদের কোনরকম খাবার দিতে অস্বীকার করেছিল।
  • দ্বিতীয় সুক্কোৎ মিশরের উত্তর সীমান্তে অবস্থিত ছিল এবং মিশরীয় দাসত্ব থেকে বেরিয়ে আসার পর ইস্রায়েলীয়রা লাল সাগর অতিক্রম করে যেখানে থেমে ছিল.

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H5523, H5524