bn_tw/bible/names/rabbah.md

1.3 KiB

রব্বা

সংজ্ঞা:

রব্বা ছিল অম্মোনীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর।

  • অম্মোনীয়দের বিরুদ্ধে লড়াইয়ে, ইস্রায়েলীয়রা প্রায়ই রব্বা আক্রমণ করতো।.
  • ইস্রায়েলের রাজা দাউদ তার শেষ বিজয়গুলির মধ্যে একটি হিসাবে রব্বাকে দখল করেছিলেন।
  • এখন যেখানে আধুনিক শহর আম্মান জর্ডান আগে সেখানে রব্বা অবস্থিত ছিল।

(আরো দেখুন: আম্মন, দাউদ)

বাইবেলের তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H7237