bn_tw/bible/names/mordecai.md

1.9 KiB

মর্দখয়

ঘটনা:

মর্দখয় ছিল একজন যিহুদী লোক পারস্য দেশে বাস করত | তিনি ছিলেন তাঁর খুড়তুত বোনের অভিভাবক, যে পরে পারস্য রাজা অহশ্বেরশের স্ত্রী হন |

  • রাজ প্রাসাদে কাজ করার সময়, মর্দখয় শুনতে পান লোকেরা একসঙ্গে চক্রান্ত করছে রাজা অহশ্বেরশকে হত্যা করার | তিনি এটার খবর দিয়েছিলেন এবং রাজার প্রাণ রক্ষা পেয়েছিল |
  • কিছু দিন পর, মর্দখয় আরও জানতে পারেন পারস্য সাম্রাজ্যে সমস্ত যিহুদীদের হত্যা করার একটা চক্রান্তের কথা | তিনি ইষ্টেরকে পরামর্শ দেন যে রাজার কাছে অনুরোধ করতে যেন তার লোকেদের রক্ষা করে |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: অহশ্বেরশ,ব্যবিলন,ইষ্টের,পারস্য)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4782