bn_tw/bible/names/marymagdalene.md

2.1 KiB

মগ্দলীনী মরিয়ম

ঘটনা:

মগ্দলীনী মরিয়ম ছিলেন অনেক মহিলাদের মধ্যে একজন যিনি যীশুকে বিশ্বাস করতেন এবং তাঁর সেবা কার্যে তাঁকে অনুসরন করতেন | তিনি এমন একজন মহিলা হিসাবে পরিচিত ছিলেন যাকে যীশু সাত ভুতের থেকে সুস্থ করেছিলেন যারা তাকে নিয়ন্ত্রণ করত |

  • মগ্দলীনী মরিয়ম এবং কিছু অন্য মহিলা যীশুকে এবং তাঁর প্রেরিতদের কিছু দেওয়ার মধ্যমে সাহায্য করতেন |
  • সে আরও উল্লেখিত এমন একজন মহিলা হিসাবে যে প্রথম যীশুকে প্রথম দেখে যীশু মৃত্যু থেকে ওঠার পর |
  • যেমন মগ্দলীনী মরিয়ম খালি কবরের সামনে দাঁড়িয়ে ছিলেন, তিনি দেখেন যীশু সেখানে দাঁড়িয়ে আছেন এবং তিনি তাকে বললেন যাও অন্য শিষ্যদের বলো যে তিনি আবার জীবিত হয়েছেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: ভুত, ভুতে-ধরা)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G3094, G3137