bn_tw/bible/names/kadesh.md

2.5 KiB

কাদেশ, কাদেশ-বর্নিয়া, মরীবা কাদেশ

ঘটনা:

কাদেশ নামগুলি, কাদেশ-বর্নিয়া, এবং মরীবা কাদেশ এই সকল ইস্রায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শহর কে উল্লেখ করে যা ইদোম এর কাছাকাছি, দক্ষিন ইস্রায়েল এর অন্তর্গত ছিল৷

কাদেশ শহরটি ছিল একটি মরুদ্যান,এ স্থানটিতে জল ছিল আর এর মাটি ছিল উর্বর আর এটি ছিল সীন নামক মরুভূমির মাঝে ৷

মোশি কানান দেশে ১২ জন গুপ্তচর পাঠিয়েছিলেন কাদেশ থেকে ৷

ইস্রায়েলীরা ও প্রান্তরে থাকাকালিন কাদেশে তাঁবু ফেলেছিল ৷

কাদেশ বর্নিয়া যেখানে মরিয়ম মারা গিয়েছিল ৷

এটা ছিল মারীবা কাদেশ যেখানে মোশি ঈশ্বরের অবাধ্য হয়ে মুখে বলার পরিবর্তে পাথরে আঘাত করেছিলেন ইস্রায়েলিদের কে জল দিতে, যা ঈশ্বর তাকে বলে ছিলেন ৷

  • এটি ছিল মরীবা “কাদেশ” ইব্রীয় শব্দের অর্থ “পবিত্র” বা “আলাদা করণ৷”

(অনুবাদ পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা যায়)

(দেখুন :মরুভূমি, ইদোম, পবিত্র)

বাইবেল পদ :

শব্দ তথ্য:

  • Strong's: H4809, H6946, H6947