bn_tw/bible/names/hannah.md

1.7 KiB

হান্না

ঘটনা :

হান্না হচ্ছে ভাববাদী সমুএল এর মা। ইল্কানার দুই স্ত্রীর মধ্যে একজন ।

  • হান্না কোনো পুত্র গর্বে ধারণ করতে পারছিল না এইটাই ছিল তার সব থেকে বড় দুঃখ ।
  • মন্দিরের মধ্যে হান্না আগ্রহের সহিত ঈশ্বরের কাছে পার্থনা করেছিল যেন ঈশ্বর তাকে এক সন্তান দেন. প্রতিগ্গা করেছিলেন ঈশ্বরের কাজের জন্য দিয়ে দিবেন ।
  • ঈশ্বর তার অনুরোধ শুনেছিলেন এবং যকন সমুএল তার ছেলে যথেষ্ট বড় হয় সে মন্দিরের মধ্যে নিয়ে এসেছিল সেবা কার্যের জন্য ।
  • ঈশ্বর হান্না কে আরো সন্তান দিয়েছিলেন ।

(অনুবাদ প্রসঙ্গ: কি ভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখো : ধারণ করা,, স্যামুয়েল)

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H2584