bn_tw/bible/names/ethiopia.md

2.6 KiB

ইথিওপিয়া, ইথিওপিয়ানরা

তথ্য:

ইথিওপিয়া আফ্রিকার এক দেশ যেটা মিশরের দক্ষিণ, পশ্চিম দিকের নীল নদীর দ্বারা ও পূর্বে লোহিত সাগরের দ্বারা সীমানা ঘেরা| ইথিওপিয়ার লোক হল “ইথিওপিয়ান”

  • প্রাচীন ইথিওপিয়া দক্ষিণ মিশরে অবস্থিত ও যুক্ত জমি যেটা এখন অনেক আফ্রিকান আধুনিক দিনের দেশের অংশ, যেমন সুদান, আধুনিক কূশ, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও চাদ|
  • বাইবেলে, ইথিওপিয়াকে কোনো কোনো সময় “কূশ” ও “নুবিয়া” বলা হয়েছে|

ইথিওপিয়া (“কূশ”) ও মিশরের দেশগুলিকে বাইবেলে প্রায়ই উল্লেখ করা হয়েছে, সম্ভবত কারণ তারা একে অপরের পাশে অবস্থিত ছিল ও তাদের লোক কারোর হয়তো একই পূর্বপুরুষ ছিল|

  • ঈশ্বর ফিলিপকে সুসমাচার প্রচারক করে প্রান্তরে যেখানে তিনি এক ইথিওপিয়ান নপুংসককে যীশুর বিষয়ে সুসংবাদ দেন|

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদিত হবে)

(আরো দেখো: কূশ, মিশর, নপুংসক, ফিলিপ)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3568, H3569, H3571, G128