bn_tw/bible/names/crete.md

1.4 KiB

ক্রীত, ক্রীতীয়, ক্রীতীয়রা

তথ্য:

ক্রীত একটি দ্বীপ যা গ্রিসের দক্ষিণ উপকূলে অবস্থিত। " ক্রীতীয় " এই দ্বীপে বসবাসকারী একজন।

  • প্রেরিত পৌল তাঁর সুসমাচার প্রচারের জন্য ভ্রমণের সময় ক্রীত দ্বীপে গিয়েছিলেন।
  • পৌল তার সহকর্মী তিতকে ক্রীত দ্বীপে খ্রিস্টানদের শিক্ষা দেওয়ার জন্য এবং সেখানে মন্ডলীর জন্য নেতা নিয়োগ করতে সাহায্য করার জন্য রেখে এসে ছিলেন ।

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করবেন)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strong's: G2912, G2914