bn_tw/bible/names/amorite.md

3.2 KiB

ইমোরীয়, ইমোরীয়গণ

ঘটনা

ইমোরীয়রা ছিল একটি শক্তিশালী লোকেদের দল, যারা ছিল নোহোর নাতি কনানের বংশধর |

  • তাদের নামের অর্থ “উচ্চস্থলী” যার মানে উল্লেখ করে পর্বতীয় এলাকা যেখানে তারা বাস করত বা প্রকৃত পক্ষে তারা জানা যাবে খুব লম্বা/উচ্চ বলে |
  • ইমোরীয়রা যর্দণ নদীর দু-দিকেই বাস করত | অয় শহরটি ইমোরীয়দের বাসস্থান ছিল |
  • ঈশ্বর “ইমোরীয়দের পাপের কথা” উল্লেখ করেন, যার মধ্যে তাদের মিথ্যা দেবতার উপাসনার এবং পাপময় আচার ব্যবহারের কথা আছে |
  • যিহোশূয় ইস্রায়েলীয়দের নেতৃত্বদেন ইমোরীয়দের ধ্বংস করার জন্য, ঈশ্বর যেমন তাদের আদেশ দিয়েছিলেন |

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 15:07 কিছুদিন পর, কাননের অন্য একদলের রাজা, ইমোরীয়রা, শুনতে পেল যে গিবিয়নীয়রা ইস্রায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছে, তাই তারা তাদের সমস্ত সৈন্য একত্র করে এবং গিবিয়নকে আক্রমন করে |
  • 15:08 খুব সকালে তারা ইমোরীয় সৈন্যদের হতবাক করে এবং তাদের আক্রমন করে |
  • 15:09 সেই দিনে ঈশ্বর ইস্রায়েলের হয়ে যুদ্ধ করেন | তিনি ইমোরীয়দের ধন্ধে ফেলে দেন এবং তিনি বিশাল শিলা বৃষ্টি পাঠান যা ইমোরীদের অনেককে মেরে ফেলে |
  • 15:10 ঈশ্বর সূর্যকেও আকাশের এক জায়গায় দাঁড় করিয়ে রাখেন যাতে ইস্রায়েল যথেষ্ট সময় পায় ইমোরীয়দের সম্পূর্ণরূপে হারাতে |

শব্দ তথ্য:

  • Strong's: H567,