bn_tw/bible/names/amalekite.md

3.1 KiB

অমালেক, অমালেকীয়, অমালেকীয়রা

ঘটনা:

অমালেকীয়রা ছিল যাযাবর লোকেদের দল যারা কনান দেশের দক্ষিনে বসবাস করত, নেগেভ মরুভূমি থেকে আরব দেশ পর্যন্ত | এই লোকেদের দল ছিল অমালেক বংশধর, এষৌর নাতি |

  • অমালেকীয়রা ছিল ইস্রায়েলের চরম শত্রু সেই দিন থেকে যেদিন ইস্রায়েল প্রথম কনান দেশ এসেছিল বাস করতে |
  • কিছুসময়ে “অমালেক” শব্দটা ব্যবহিত হয়েছে রূপকভাবে সমস্ত অমালেকীয়দের উল্লেখ করার জন্য | (দেখুন: লক্ষণা
  • অমালেকীয়দের বিরুদ্ধে একটি যুদ্ধে, যখন মোশি হাত তুলে রেখেছিলেন, ইস্রায়েলিয়রা জিতছিল | যখন তিনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন এবং তাঁর হাত নেমে আসছিল, তারা হারতে শুরু করছিল | তাই হারোন এবং হূর মোশিকে সাহায্য করলেন তাঁর তুলে রাখার জন্য যতক্ষণ না ইস্রায়েলীয় সৈন্যরা অমালেকীয়দের হারাছে |
  • রাজা সৌল এবং রাজা দাউদ দুজনেই অমালেকীয়দের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ছিলেন |
  • অমালেকীয়দের উপর একটা জয় পাওয়ার পরই, সৌল লুঠের কিছু মাল রেখে এবং অমালেকীয়দের রাজাকে হত্যা না করে ঈশ্বর যেমনটি আদেশ করেছিলেন তেমনটি না করে ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: আরব, দাউদ, এষৌ, নেগেভ, সৌল)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H6002, H6003