bn_tw/bible/names/abner.md

1.3 KiB

অবনের

বিবরণ:

পুরাতন নিয়মে অব্​নের রাজা সৌলএর ভাইপো ছিলো

  • অবনের সৌল এর সেনার প্রধান সেনাপতি ছিলো,এবং সেই দানব গলীয়ত কে হত্যা করার পর যুবক দাউদ কে সৌল এর সাথে সাক্ষাত করায়
  • রাজা সৌল এর মৃত্যুর পর, অবনের সৌল এর পুত্র ঈশ্​বোশৎ কে নিযুক্ত করলেন
  • পরে, অবনের বিশ্বাসঘাতকপূর্বক দাউদের প্রধান সেনাপতির দ্বারা নিহত হন

(Translation suggestions: How to Translate Names)

Bible References:

শব্দ তথ্য:

  • Strong's: H74