bn_tw/bible/names/abijah.md

1.8 KiB

অবিয়

ঘটনাবলী:

অবিও জিহুদা দের রাজা ছিলো যে খ্রিস্টপূর্ব 915 থেকে 913 পর্যন্ত রাজত্ব করে. সে রাজা রহবিয়াম এর পুত্র ছিলো. পুরাতন নিয়ম এ অবিও নামের আরো অনক মানুষ আছে

  • শমুএল এর পুত্র অবিও এবং জোয়েল ইসরাইল এর জনগণ এর নেতা ছিলো বীর্সেবা তে কারণ অবিও ও তার ভাই ছিলো আসত ও লোভি, জনজন শমুএল কে বোল্লো নিয়ম পরিবর্তন করতে একজন রাজা নিযুক্ত করতে

অবিও রাজা দাউদ এর সময় একজন মন্দিরের যাজক ছিলেন অবিও একজন রাজা যারবিয়াম এর সন্তান ছিলো অবিও একজন প্রধান যাজক ছিলান যে বন্দিদসায় যারবিয়াম এর সাথে বাবিলন থেকে জেরুসালেম এ ফিরে আসে

(অনুবাদ পরামর্স: অনুবাদ নাম)

বাইবেল পরামর্স:

শব্দ তথ্য:

  • Strong's: H29, G7