bn_tw/bible/kt/majesty.md

1.7 KiB

মহিমা

সংজ্ঞা:

“মহিমা” শব্দটা উল্লেখ করে মহানতা এবং ঐশ্বর্য, প্রায়ই একটি রাজা এর গুণাবলী সম্পর্কিত |

  • বাইবেলে, “মহিমা” শব্দটা বারংবার ঈশ্বরের মহানতা বোঝায়, যিনি হলেন মহাবিশ্বের উপরে সর্ব্বোচ রাজা |
  • “মহা মহিম” হল একটা পদ্ধতি একজন রাজাকে সমোধন করার |

অনুবাদের পরামর্শ:

  • এই শব্দটি এভাবেও অনুবাদ করাযায় যেমন “রাজকীয় মহিমা” বা “রাজকীয় ঐশ্বর্য |”
  • “মহা মহিম” এভাবেও অনুবাদ করাযায় যেমন “.......................” বা “.......” বা একটি সাধারণ উপায় ব্যবহার করে একজন শাসকে সমোধন করা লক্ষ্য ভাষায় |

(এছাড়াও দেখুন: রাজা)

অবিবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1347, H1348, H1420, H1923, H1926, H1935, H7238, G3168, G3172