bn_tw/bible/kt/bless.md

6.8 KiB

অর্শিবাদ করা, ধন্য, আর্শিবাদ

সংজ্ঞা:

কাউকে বা কোন জিনিসকে “আর্শিবাদ করা” মানে ভালোর কারণ এবং উপকারী বিষয় ঘটা সেই ব্যক্তির বা জিনিসের যা ধন্য |

  • কাউকে আর্শিবাদ করা মানে একটা ইচ্ছার প্রকাশ যা ইতিবাচক এবং লাভজনক বিষয়ের জন্য, যা ঘটে সেই লোকটির সঙ্গে |
  • বাইবেলে, এলজন পিতা প্রায়ই তার সন্তানদের কাছে আনুষ্ঠানিক আর্শিবাদ ঘোষণা করতেন |
  • যখন লোকেরা ঈশ্বরের “গৌরব” করে বা ইচ্ছা প্রকাশ করে যে ঈশ্বর ধন্য হউন, এর মানে তারা তাঁর প্রশংসা করছেন |
  • “আর্শিবাদ” শব্দটা কিছু সময় ব্যবহিত হয় খাবার পবিত্র করার জন্য খাবার আগে, বা ঈশ্বরের ধন্যবাদ এবং প্রশংসা করা খাবারের জন্য |

অনুবাদের পরামর্শ:

  • “আর্শিবাদ” করা এইভাবেও অনুবাদ করা যায় যেমন “প্রচুর পরিমানে দেওয়া” বা “খুব প্রীতজনক এবং অনুকুল হওয়া |”
  • “ঈশ্বর মহা আর্শিবাদ এনেছেন” এভাবেও অনুবাদ করাযায় যেমন “ঈশ্বর অনেক ভালো জিনিস দিয়েছেন” বা “ঈশ্বর প্রচুর পরিমানে দিয়েছেন” বা “ঈশ্বর অনেক ভাল জিনিস ঘটিয়েছেন |”
  • “তিনি অর্শিবাদযুক্ত” এভাবেও অনুবাদ করাযায় যেমন “তিনি প্রচুর উপকৃত হবেন” বা “তিনি ভালো জিনিসের অভিজ্ঞতা লাভ করবেন” বা “ঈশ্বর তাকে সমৃদ্ধশালী করবেন|”
  • "ধন্য সেই ব্যক্তি যে” এভাবেও অনুবাদ করাযায় যেমন “সেই ব্যক্তির জন্য এটা কত ভালো যে |”
  • অভিব্যক্তি যেমন “প্রভুর ধন্যবাদ হোক” এভাবেও অনুবাদ করা যায় যেমন “প্রভুর প্রশংসা হোক” বা “প্রভুর প্রশংসা হোক” বা “আমি প্রভুর প্রশংসা করি |"
  • খাবার আর্শিবাদ, এটি এভাবেও অনুবাদ করাযায় যেমন “খাবারের জন্য ঈশ্বরের ধন্যবাদ” বা “তাদের খাবার দেওয়ার জন্য ঈশ্বরের গৌরব করেছে” বা “ঈশ্বরের প্রশংসার দ্বারা খাবার পবিত্র হয়েছে |”

(এছাড়াও দেখুন : প্রশংসা)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 01:07 ঈশ্বর দেখলেন যে এটা ভালো এবং তিনি তাদের আর্শিবাদ করলেন|
  • 01:15 ঈশ্বর আদম এবং হবাকে নিজের প্রতিমূর্তিতে বানালেন | তিনি তাদের আর্শিবাদ করলেন এবং তাদের বললেন, “অনেক সন্তান এবং নাতিনাতনি হোক এবং পৃথিবী পরিপূর্ণ কর |
  • 01:16 এভাবে ঈশ্বর বিশ্রাম নিলেন তিনি যে সমস্ত কিছু করছিলেন | তিনি সপ্তম দিনকে আর্শিবাদযুক্ত করলেন এবং এটা পবিত্র করলেন, কারণ ঐ দিনে তিনি তাঁর কাজ থেকে বিশ্রাম নিয়ে ছিলেন |
  • 04:04 “আমি তোমার নাম মহান করব | আমি তাদের আর্শিবাদ করব যারা তোমায় আর্শিবাদ করবে এবং শাপ দেব তাদের যারা তোমায় শাপ দেবে | পৃথিবীর সমস্ত পরিবার আর্শিবাদযুক্ত হবে তোমার জন্য |”
  • 04:07 মল্কীষেদক আব্রাহামকে আর্শিবাদ করেন এবং বলেন, “সর্ব্বোচ ঈশ্বর যিনি স্বর্গ এবং পৃথিবীর মালিক আব্রাহামকে আর্শিবাদ করুন |”
  • 07:03 ইসহাক এষৌকে আর্শিবাদ করতে চেয়ে ছিলেন |
  • 08:05 এমন কি কারাগারেও, যোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বর তাকে আর্শিবাদযুক্ত করেন |

শব্দ তথ্য:

  • Strong's: H833, H835, H1288, H1289, H1293, G1757, G2127, G2128, G2129, G3106, G3107, G3108, G6050