bn_tw/bible/kt/blameless.md

2.1 KiB

অনিন্দনীয়

সংজ্ঞা:

“অনিন্দনীয়” শব্দটা আক্ষরিক অর্থ “নিন্দা হীন |” এটা সাধারনত উল্লেখ করে এক ব্যক্তির যে ঈশ্বরের বাধ্য মনেপ্রাণে, কিন্তু এটার মানে এই নয় যে সেই ব্যক্তি নিষ্পাপ |

  • আব্রাহাম এবং নোহ, ঈশ্বরের সামনে অনিন্দনীয় বলে বিবেচিত ছিল |
  • একজন ব্যক্তি যার “অনিন্দনীয়” থাকার একটা খ্যাতি আছে, এমন আচরণ করে যা ঈশ্বরের সম্মান দেয় |
  • একটা পদ অনুযায়ী, একজন ব্যক্তি যে অনিন্দনীয় “তিনি ঈশ্বর ভয়শীল এবং মন্দ থেকে দূরে থাকা ব্যক্তি |”

অনুবাদের পরামর্শ:

  • এটি এভাবেও অনুবাদ করাযায় যেমন “তার চরিত্রে কোন ভুল না থাকা” বা “সম্পূর্ণ ঈশ্বরের বাধ্য” বা “পাপকে এড়িয়ে চলা” বা “মন্দ থেকে দূরে সরে থাকা |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5352, H5355, G273, G274, G298, G338, G410, G423