bn_tw/bible/kt/zion.md

24 lines
2.6 KiB
Markdown

# সিয়োন, সিয়োন পর্বত
## সংজ্ঞা:
মূলত, "সিয়োন" শব্দটি বা "সিয়োন পর্বত " একটি দুর্গ বা দুর্গ যা রাজা দায়ূদ যিবূষীয়দের কাছ থেকে দখল করে নিয়েছিলেন। উভয় শব্দই অন্য ভাবে জেরুজালেমকে উল্লেখকরে।
* সিয়োন পাহাড় ও মোরিয়া পাহাড় এমন দুটি পাহাড় ছিল যেখানে জেরুজালেম শহর অবস্থিত ছিল। পরে, "সিয়োন" এবং "মাউন্ট সিয়োন" এই শব্দ দুটি পাহাড় এবং যিরূশালেম শহর উভয়ের জন্য সাধারণ পদ হিসেবে ব্যবহার করা হয়। কখনও কখনও তারা জেরুজালেমে অবস্থিত ছিল যে মন্দির তাকে উল্লেখ করত। (দেখুন: [বাক্যালংকারবিশেষ](rc://*/ta/man/translate/figs-metonymy))
* দাউদ সিয়োন বা জেরুজালেম এর নামকরণ করেন, "দাউদ এর নগর।"" এটি দাউদের শহরতলী থেকে ভিন্ন, বেথলেহেম, যাকে দাউদের শহর বলা হয়।
* "সিয়োন" শব্দটি অন্যান্য রূপক উপায়ে ব্যবহৃত হয়, ইস্রায়েল বা ঈশ্বরের আধ্যাত্মিক রাজত্ব বা নতুন, স্বর্গীয় জেরুজালেম যা ঈশ্বর তৈরি করবেন
(আরও দেখুন: [আব্রাহাম](../names/abraham.md), [দাউদ](../names/david.md), [জেরুজালেম](../names/jerusalem.md), [বেথলেহেম](../names/bethlehem.md), [যিবূষীয়](../names/jebusites.md))
## বাইবেল তথ্য সূত্র:
* [1 বংশাবলী 11:4-6](rc://*/tn/help/1ch/11/04)
* [আমোস 01:1-2](rc://*/tn/help/amo/01/01)
* [যিরমিয় 51:34-35](rc://*/tn/help/jer/51/34)
* [গীত সংহিত 076:1-3](rc://*/tn/help/psa/076/001)
* [রোমীয় 11:26-27](rc://*/tn/help/rom/11/26)
## শব্দ তথ্য:
* Strong's: H6726