bn_tw/bible/kt/synagogue.md

2.3 KiB
Raw Permalink Blame History

সমাজগৃহ

সংজ্ঞা:

সমাজগৃহ হল এমন একটি ভবন, যেখানে যিহূদীরা ঈশ্বরের আরাধনা করার জন্য একত্রিত হয়|

  • প্রাচীনকাল থেকে, সমাজগৃহের সেবাগুলির মধ্যে প্রার্থনা, শাস্ত্র পাঠ এবং শাস্ত্র সম্পর্কে শিক্ষা দেওয়া অন্তর্ভুক্ত ছিল|
  • যিহূদীরা মূলত তাদের নিজেদের শহরে ঈশ্বরের প্রার্থনা ও আরাধনা করার জায়গা হিসেবে সমাজগৃহ তৈরি করতে শুরু করেছিল, কারণ তাদের অনেকেই জেরুজালেমের মন্দির থেকে অনেক দূরে বাস করত|
  • যীশু প্রায়ই সমাজগৃহে শিক্ষা দিতেন এবং সেখানে লোকেদের সুস্থ করতেন|
  • "সমাজগৃহ" শব্দটি সেখানে সমাগত লোকেদেরকে বোঝাতে রূপকঅর্থে ব্যবহার করা যেতে পারে|

(এছাড়াও দেখুন: সুস্থ করা, জেরুশালেম, যিহূদী, প্রার্থনা করা, মন্দির, ঈশ্বরের বাক্য, আরাধনা করা)

বাইবেলে উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strongs: H4150, G06560, G07520, G48640