bn_tw/bible/kt/psalm.md

1.8 KiB
Raw Permalink Blame History

গীতসংহিতা

সংজ্ঞা:

"গীতসংহিতা" শব্দটি একটি পবিত্র গানকে বোঝায়, বেশিরভাগ সময় একটি কবিতার রূপে গাওয়ার জন্য লেখা হয়েছে|

  • পুরাতন নিয়মে রাজা দাউদ এবং অন্যান্য ইস্রায়েলীয় যেমন মোশি, শলোমন ও আসফের লেখা গীতসংহিতা পুস্তকে এইরকম গানের একটি সংকলন রয়েছে|
  • ইস্রায়েল জাতি গীতসংহিতা তাদের ঈশ্বরের আরাধনায় ব্যবহার করেছিল|
  • গীতসংহিতা আনন্দ, বিশ্বাস ও শ্রদ্ধা প্রকাশ করতে, আর সেই সাথে বেদনা ও দুঃখ প্রকাশ করতে ব্যবহৃত হতে পারে|
  • নতুন নিয়মে, খ্রীষ্টিয়ানদের ঈশ্বরের আরাধনা করতে গীতসংহিতা গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে|

(এছাড়াও দেখুন: দাউদ, বিশ্বাস, আনন্দ, মোশি, পবিত্র)

বাইবেলে উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strongs: H2158, H2167, H4210, G55670, G55680