bn_tw/bible/kt/myrrh.md

24 lines
1.5 KiB
Markdown

# গন্ধরস
## সংজ্ঞা:
অন্ধরস হল একধরনের তেল বা মশলা যা তৈরী হয় গন্ধরস থেকে যা হয় আফ্রিকা এবং এশিয়া | এটা সুগন্ধের সঙ্গে সম্পর্ক আছে |
* গন্ধরস ধুপ, সুগন্ধ এবং ওষুধ তৈরীর এবং মৃতদেহ শরীর কবরের রাখার জন্যও কাজে লাগে |
* গন্ধরস হল একধরনের উপহার যা পন্ডিতেরা যীশুকে দিয়েছিলেন যখন তিনি জন্মে ছিলেন |
* যীশুকে গন্ধরস মিশ্রিত দ্রাক্ষারস দেওয়া হয়েছিল তার যন্ত্রণা কমানোর জন্য যখন তিনি ক্রুশারোপীত হয়েছিলেন |
(এছাড়াও দেখুন: [সুগন্ধ](../other/frankincense.md),[পন্ডিত](../other/learnedmen.md))
## বাইবেল তথ্যসূত্র:
* [যাত্রাপুস্তক 30:22-25](rc://*/tn/help/exo/30/22)
* [আদিপুস্তক 37:25-26](rc://*/tn/help/gen/37/25)
* [যোহন 11:1-2](rc://*/tn/help/jhn/11/01)
* [মার্ক 15:22-24](rc://*/tn/help/mrk/15/22)
* [মথি 02:11-12](rc://*/tn/help/mat/02/11)
## শব্দ তথ্য:
* Strong's: H3910, H4753, G3464, G4666, G4669