bn_tw/bible/kt/imageofgod.md

29 lines
3.5 KiB
Markdown

# ঈশ্বরের প্রতিমূর্তি, চিত্র
## সংজ্ঞা:
"চিত্র" শব্দটির অর্থ এমন কিছুকে বোঝায় যা অন্য কিছু দেখে মনে হয় বা তা চরিত্র বা সারাংশের মতো কেউ। ফ্রেজ "ঈশ্বরের প্রতিমূর্তি," প্রসঙ্গে উপর নির্ভর করে, বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়।
* সময়ের শুরুতে, ঈশ্বর মানুষকে "তাঁহার প্রতিমূর্তিতে" অর্থাৎ "তাঁর অনুরূপতায়" সৃষ্টি করেছিলেন। এর অর্থ হল মানুষের কাছে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ঈশ্বরের ভাবমূর্তিকে প্রতিফলিত করে, যেমন আবেগ অনুভব করার ক্ষমতা, যুক্তি ও যোগাযোগের ক্ষমতা এবং চিরন্তন জীবন যাপন করার মতো আত্মা।
* বাইবেল শিক্ষা দেয় যে যিশু, ঈশ্বরের পুত্র, "ঈশ্বরের প্রতিকৃতি" অর্থাৎ তিনি স্বয়ং ঈশ্বর। মানুষের মত, যীশুকে সৃষ্টি করা হয়নি। অনন্তকাল থেকে ঈশ্বর পুত্রের সমস্ত ঐশ্বরিক বৈশিষ্ট্য রয়েছে কারণ তাঁর পিতার সাথে একই উপাদান রয়েছে।
## অনুবাদ সপক্ষে
* যিশুর কথা উল্লেখ করার সময়, "ঈশ্বরের চিত্র" ঈশ্বরের অনুবাদকে "ঈশ্বরের অনুরূপ সদৃশ" বা "ঈশ্বরের সমান" বা "ঈশ্বরের মত একই" হিসেবে অনুবাদ করা যেতে পারে।
* মানুষের কথা উল্লেখ করে, "ঈশ্বর তাদের ভাবমূর্তিতে তাদের সৃষ্টি করেছেন" একটি ফ্রেজ দিয়ে অনুবাদ করা যেতে পারে যার মানে "ঈশ্বর তাদের মতো তাদের সৃষ্টি করেছেন" বা "ঈশ্বর তাদের নিজের মত বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন।"
(আরও দেখুন: [চিত্র](../other/image.md), [ঈশ্বরের পুত্র](../kt/sonofgod.md), [ঈশ্বরের পুত্র](../kt/sonofgod.md))
## বাইবেল অনুছেদ
* [2 কলসীয় 04:3-4](rc://*/tn/help/2co/04/03)
* [কলসীয় 03:9-11](rc://*/tn/help/col/03/09)
* [আদিপুস্তক 01:26-27](rc://*/tn/help/gen/01/26)
* [আদিপুস্তক 09:5-7](rc://*/tn/help/gen/09/05)
* [যাকোব 03:9-10](rc://*/tn/help/jas/03/09)
* [রোমীয় 08:28-30](rc://*/tn/help/rom/08/28)
## শব্দ তথ্য:
* Strong's: H4541, H1544, H2553, H6456, H6459, H6754, H6816, H8403, G504, G179