bn_tw/bible/kt/gentile.md

2.6 KiB
Raw Permalink Blame History

অইহুদি

প্রকৃত ঘটনা :

"অইহুদি" শব্দটি এমন কাউকে বোঝায় যে ইহুদি নয়। অইহুদিরা এমন লোক যারা যাকোবের বংশধর নয়।

  • বাইবেলে, "অত্বকছেদ" শব্দটি রূপকভাবে অইহুদিদের বোঝাতেও ব্যবহৃত হয়েছে কারণ তাদের মধ্যে অনেকেই ইস্রায়েলীয়দের মতো তাদের পুরুষ সন্তানদের ত্বকছেদ করান নি।
  • যেহেতু ঈশ্বর ইহুদিদেরকে তাঁর বিশেষ লোক হিসেবে বেছে নিয়েছিলেন, তারা অইহুদীদেরকে বহিরাগত বলে মনে করেছিল যারা কখনই ঈশ্বরের লোক হতে পারবে না।
  • ইতিহাসের বিভিন্ন সময়ে ইহুদিদের "ইসরায়েলী" বা "ইব্রীয়" নামেও ডাকা হত। তারা অন্যদেরকে "অইহুদি" বলে উল্লেখ করেছে।
  • অইহুদিকে "ইহুদি নয়" বা "অ-ইহুদি" বা "ইস্রায়েলীয় নয়" (পুরাতন নিয়ম) বা "অ-ইহুদি" হিসাবে অনুবাদ করা যেতে পারে।
  • ঐতিহ্যগতভাবে, ইহুদিরা অইহুদীদের সাথে খাবার খাবে না বা তাদের সাথে মেলামেশা করবে না, যা প্রথমে প্রাথমিক মন্ডলীর মধ্যে সমস্যা সৃষ্টি করেছিল।

(এছাড়াও দেখুন: Israel, Jacob, Jew)

বাইবেল উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strongs: H1471, G14820, G14840, G16720