bn_tw/bible/kt/centurion.md

1.9 KiB
Raw Permalink Blame History

শতপতি

সংজ্ঞা:

একজন শতপতি ছিলেন রোমীয় সেনাধ্যক্ষ, যাঁর নেতৃত্বে ১০০ জন সৈন্যের একটি দল ছিল|

  • এটি একটি শব্দের সাথেও অনুবাদ করা যেতে পারে, যার অর্থ "একশো লোকের নেতা" বা "সেনা নেতা" অথবা "একশো জনের দায়িত্বে থাকা অধ্যক্ষ"|
  • একজন রোমীয় শতপতি তাঁর দাসকে সুস্থ করার জন্য অনুরোধ করতে যীশুর কাছে এসেছিলেন|
  • যীশুর ক্রুশবিদ্ধ করার দায়িত্বে থাকা শতপতি অবাক হয়েছিলেন, যখন যীশু যেভাবে মৃত্যুবরণ করেছিলেন তিনি তার সাক্ষী হয়েছিলেন|
  • ঈশ্বর পিতরের কাছে একজন শতপতি পাঠিয়েছিলেন, যাতে পিতর তাঁকে যীশুর সুসমাচার ব্যাখ্যা করতে পারেন|

(এছাড়াও দেখুন: রোম)

বাইবেলে উল্লেখ:

শব্দ তথ্য:

  • Strongs: G15430, G27600