bn_tw/bible/kt/atonement.md

30 lines
3.6 KiB
Markdown

# প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত করা, প্রতিকার করা, প্রায়শ্চিত্ত
## সংজ্ঞা:
“ প্রায়শ্চিত্ত করা” এবং “ প্রায়শ্চিত্ত” উল্লেখ করে কিভাবে ঈশ্বর একটি বলিদান প্রদান করেছেন মানুষের পাপের জন্য এবং তাঁর ক্রোধ শান্ত করেছেন পাপের জন্য |
* পুরাতন নিয়মের সময়, ঈশ্বর ইস্রায়েলীয়দের পাপের জন্য তাদের রক্ত বলিদানের উৎস্বর্গের দ্বারা ক্ষণস্থায়ী প্রায়শ্চিত্ত মানে নিয়েছিলেন, যার অন্তর্গত করেছিল পশু হত্যা |
* নতুন নিয়মে যেভাবে লিপিবদ্ধ করা আছে, খ্রীষ্টের ক্রুশের ওপর মৃত্যুই একমাত্র সত্য এবং চিরস্থায়ী প্রায়শ্চিত্ত পাপের জন্য |
* যখন যীশু মরলেন, তিনি শাস্তি নিয়ে নিয়েছিলেন যা লোকেদের প্রাপ্য ছিল তাদের পাপের জন্য | তিনি প্রায়শ্চিত্তের মূল্য প্রদান করেছিলেন তাঁর বলিদানের মৃত্যুর মধ্যে দিয়ে |
## অনুবাদের পরামর্শ:
* “প্রায়শ্চিত্ত করা” শব্দটা এভাবেও একটা শব্দ বা শব্দাংশ দিয়ে অনুবাদ করাযায় যার মানে “মূল্য দেওয়া” বা “মূল্য প্রদান করা” বা “কারোর পাপের ক্ষমার কারণ হয়ে ওঠা” বা “অপরাধের জন্য ক্ষতিপূরণ করা |”
* “প্রায়শ্চিত্ত” অনুবাদের উপায়ে এটাও অন্তর্ভুক্ত করাযায় “প্রদান করা” বা “বলিদান করা পাপের মূল্য প্রদান করার জন্য” বা “ক্ষমার জন্য মূল্য প্রদান করা |”
* নিশ্চিত করুন এই শব্দের অনুবাদ যেন টাকা/অর্থ প্রদানের কথা উল্লেখ না করা |
(এছাড়াও দেখুন: [প্রায়শ্চিত্তের আবরক](../kt/atonementlid.md), [ক্ষমা](../kt/forgive.md), [তুষ্টিসাধন](../kt/propitiation.md), [পুনঃমিলন](../kt/reconcile.md), [উদ্ধার](../kt/redeem.md))
## বাইবেল তথ্যসূত্র:
* [যিহিষ্কেল 43:25-27](rc://*/tn/help/ezk/43/25)
* [যিহিষ্কেল 45:18-20](rc://*/tn/help/ezk/45/18)
* [লেবীয়পুস্তক 04:20-21](rc://*/tn/help/lev/04/20)
* [গণনাপুস্তক 05:8-10](rc://*/tn/help/num/05/08)
* [গণনাপুস্তক 28:19-22](rc://*/tn/help/num/28/19)
## শব্দ তথ্য:
* Strong's: H3722, H3725, G2643