bn_ta/translate/writing-symlanguage/01.md

11 KiB
Raw Permalink Blame History

বিবরণ

ভাষণ এবং লেখায় প্রতীকি ভাষা হচ্ছে কোন জিনিষ বা ঘটনাকে বর্ণনা করার জন্যে প্রতীকের ব্যবহার। বাইবেলে এটা বেশিরভাগ সময় দৈববাণী ও কাব্যে দেখা যায়, বিশেষতঃ ভবিষ্যতে ঘটবে এমন জিনিষ সম্পর্কে দর্শন এবং স্বপ্নে। যদিও কোন প্রতীকের অর্থ লোকে তক্ষুনি জানতে নাও পারে, তাহলেও অনুবাদে প্রতীককে রাখাটা জরুরী।

এই গোটানো বইটি খাও, তারপর যাও ইস্রায়েল কুলের সঙ্গে কথা বল, (যিহিস্কেল ৩:১ ULT)

এটি একটি স্বপ্ন। পুঁথি ভক্ষন করা হচ্ছে একটি প্রতীক, যা বোঝাচ্ছে পুঁথিতে যা লেখা আছে তা পড়া ও ভালোভাবে বোঝা, এবং ঈশ্বরের এই কথাগুলি নিজের মধ্যে গ্রহণ করা।

প্রতীকিবাদের উদ্দেশ্য

  • প্রতীকিবাদের একটি উদ্দেশ্য হল কোন ঘটনার গুরুত্ব বা প্রবলতাকে অন্যভাবে, অত্যন্ত নাটকীয় পরিভাষায় পরিবেশন কʼরে লোককে বুঝ্তে সাহায্য করা।
  • প্রতীকিবাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, যারা প্রতীকিবাদ বোঝেনা তাদের কাছ থেকে আসল মানেটা আড়াল কʼরে কাউকে কোন কিছু সম্পর্কে বলা।

অনুবাদ সমস্যার কারন

যারা আজ্কের দিনে বাইবেল পড়্ছে তাদের পক্ষে এটা বোঝা কঠিন হতে পারে যে ভাষাটা প্রতীকি, এবং তারা নাও জানতে পারে যে প্রতীকটির অর্থ কি দাঁড়ায়।

অনুবাদ কৌশল

  • যখন প্রতীকিভাষা ব্যবহৃত হচ্ছে, অনুবাদের মধ্যে প্রতীকটি রাখা জরুরী।
  • এটাও জরুরী যে মূল বক্তা বা লেখক যতটুকু বলেছেন তার বেশি প্রতীকটিকে ব্যাখ্যা না করা, যেহেতু তিনি হয়ত চাইতেন না যে সেখানে উপস্থিত প্রত্যেকে সহজেই এর অর্থ বুঝতে সক্ষম হোক।

বাইবেল থেকে উদাহরন

তারপরে রাতের বেলা আমার সেই স্বপ্নের মধ্যে আমি চতুর্থ জন্তুটা দেখতে পেলাম, সে ছিল আতঙ্কজনক, প্রচণ্ড ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী। সেটার বড় বড় লোহার দাঁত ছিল, সেটা যা কিছু অবশিষ্ট ছিল তা গ্রাস করল, খণ্ড বিখণ্ড করল এবং পা দিয়ে মাড়ালো। এটা অন্যান্য জন্তুদের থেকে আলাদা ছিল এবং তার দশটা শিং ছিল। (দানিয়েল : ULT)

নিম্নরেখাঙ্কিত প্রতীক্গুলির অর্থ নীচে দেখানো দানিয়েল :২৩-২৪এ ব্যাখ্যা করা আছে। প্রাণীরা প্রতিনিধিত্ব করছে রাজ্যের, ইস্পাতের দাঁত শক্তিশালী সেনাবাহিনীর, এবং শিং পরাক্রমশালী অধিনায়কদের প্রতিভূ।

সেই ব্যক্তি আমাকে এই রকম বললেন, চতুর্থ জন্তুটা, পৃথিবীর চতুর্থ রাজ্য হবে, যেটা অন্য রাজ্যগুলোর থেকে সম্পূর্ণ আলাদা হবে। যেটা সমস্ত পৃথিবীটাকে গ্রাস করবে ও সেটাকে পায়ে মাড়াবে এবং সেটাকে চুরমার করবে। সেই দশটা শিং হল, সেই দশটি রাজ্য থেকে দশ জন রাজা উঠবে এবং তাদের পরে আর একজন রাজা উঠবে। সে আগের থেকে অন্য রকম হবে এবং সে তিনজন রাজাকে জয় করবে। (দানিয়েল :২৩-২৪ ULT)

যিনি কথা বলছিলেন তাঁকে দেখবার জন্য আমি ঘুরে দাঁড়ালাম, মুখ ফিরিয়ে দেখলাম, সাতটি সোনার বাতিস্তম্ভ আছে ও সেই সব দীপাধারের মাঝখানে মনুষ্যপুত্রের মতো একজন লোক দাঁড়িয়ে আছেন,…। তিনি তাঁর ডান হাতে সাতটি তারা ধরে ছিলেন এবং তাঁর মুখ থেকে ধারালো দুই দিকে ধারওয়ালা তরোয়ালের মত বেরিয়ে আসছিল…. আমার ডান হাতে যে সাতটি তারা এবং সাতটি সোনার দীপাধার দেখলে, তার গোপন মানে এই সেই সাতটি তারা সেই সাতটি মণ্ডলীর দূত এবং সেই সাতটি দীপাধার হলো সাতটি মণ্ডলী।(প্রকাশিত বাক্য ১:১২, ১৬, ২০ ULT)

এই অনুচ্ছেদটি সাতটি বাতিদান এবং সাতটি তারার অর্থ ব্যাখ্যা করে। দুইধার তরবারি বোঝায় ঈশ্বরের বাণী এবং বিধান।

অনুবাদ কৌশল

১) পাঠ্যাংশটি প্রতীক সমেত অনুবাদ কর। বেশিরভাগ সময় বক্তা বা লেখক অনুচ্ছেদের শেষের দিকে অর্থটি ব্যাখ্যা করেন। ১) পাঠ্যাংশটি প্রতীক সমেত অনুবাদ কর। তারপর প্রতীকটি পাদটীকাতে ব্যাখ্যা কর।

প্রযুক্ত অনুবাদ কৌশলের উদাহরণ

১) পাঠ্যাংশটি প্রতীক সমেত অনুবাদ কর। বেশিরভাগ সময় বক্তা বা লেখক অনুচ্ছেদের শেষের দিকে অর্থটি ব্যাখ্যা করেন।

  • তারপরে রাতের বেলা আমার সেই স্বপ্নের মধ্যে আমি চতুর্থ জন্তুটা দেখতে পেলাম, সে ছিল আতঙ্কজনক, প্রচণ্ড ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী। সেটার বড় বড় লোহার দাঁত ছিল, সেটা যা কিছু অবশিষ্ট ছিল তা গ্রাস করল, খণ্ড বিখণ্ড করল এবং পা দিয়ে মাড়ালো। এটা অন্যান্য জন্তুদের থেকে আলাদা ছিল এবং তার দশটা শিং ছিল। (দানিয়েল 7:7ULT) যখন লোকে দ্যানিয়েল :২৩-২৪ এর ব্যাখ্যা পড়বে তখন প্রতীকগুলির অর্থ বুঝ্তে পারবে।

১) পাঠ্যাংশটি প্রতীক সমেত অনুবাদ কর। তারপর প্রতীকটি পাদটীকাতে ব্যাখ্যা কর।

  • তারপরে রাতের বেলা আমার সেই স্বপ্নের মধ্যে আমি চতুর্থ জন্তুটা দেখতে পেলাম, সে ছিল আতঙ্কজনক, প্রচণ্ড ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী। সেটার বড় বড় লোহার দাঁত ছিল, সেটা যা কিছু অবশিষ্ট ছিল তা গ্রাস করল, খণ্ড বিখণ্ড করল এবং পা দিয়ে মাড়ালো। এটা অন্যান্য জন্তুদের থেকে আলাদা ছিল এবং তার দশটা শিং ছিল। (দানিয়েল :ULT)
  • আমার রাতের স্বপ্নে এরপরে আমি দেখতে পেলাম একটি চতুর্থ প্রাণীকে,<সাপ্>1<সাপ্> আতঙ্কজনক,ভীতিপ্রদ, এবং খুব শক্তিশালী। এর লম্বা ইস্পাতের দাঁত<সাপ্>2</সাপ্>ছিল; এটা যা কিছু বাকী ছিল সব গিলে ফেলল, টুকরো টুকরো করে ফেলল, এবং পায়ের তলায় পিষে ফেলল। এটা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা ছিল, এবং দশটি শিং<সাপ্>3</সাপ্>ছিল।
  • পাদটীকাগুলি এইরকম হবে:
  • <সাপ্>[1]</সাপ্> প্রাণীটি একটি রাজ্যের প্রতিভূ।
  • <সাপ্>[2]</সাপ্> ইস্পাতের দাঁত রাজ্যের শক্তিশালী সেনাবাহিনীর প্রতিভূ।
  • <সাপ্>[3]</সাপ্> শিংগুলি হচ্ছে পরাক্রমশালী রাজাদের প্রতিভূ।