bn_ta/translate/translate-alphabet/01.md

10 KiB

র্ণমালা সৃষ্টি

যদি আপনার ভাষাটি পূর্বে লেখা না হয়ে থাকে, আপাকে একটি বর্ণমালা সৃষ্টি করতে হবে যাতে আপনি এটিকে লিখতে পারেন। যখন বর্ণমালা সৃর্ষ্টি করবেন তখন আপনাকে অনেক কিছু জিনিস চিন্তা করতে হবে, এবং একটি উৎকৃষ্ট মানের সৃষ্টি অনেক কঠিন হতে পারে। যদি এটি আপনার কাছে শক্ত মনে হয়, আপনি লেখার জায়গায় একটি অডিও অনুবাদ করতে পারেন।

উৎকৃষ্ট বর্ণমালা সৃষ্টির লক্ষের জন্য আপনাকে এক একটি বর্ণকে ভিন্ন ধ্বনির প্রতীক হিসাবে গড়ে তুলতে হবে।

যদি কাছাকাছি কোনো ভাষার মধ্যে ইতিমধ্যে একটি বর্ণমালা থেকে থাকে, এবং যদি সেই ভাষাটির ধ্বনি আপনার ভাষার সাথে অনুরূপ হয়, তাহলে কেবলমাত্র তাদের বর্ণমালা ধার করা ভালো কাজ করতে পারে । যদি তা না হয় তাহলে পরবর্তী শ্রেষ্ঠ জিনিস হবে যদি আপনি আপনার বিদ্যালয়ে শেখা জাতীয় ভাষার বর্ণমালা ধার করেন। যাইহোক, এটা সম্ভাব্য যে আপনার ভাষার ধ্বনি জাতীয় ভাষার মতন নাও হতে পারে, এবং তাই জন্য আপনার ভাষার জন্য এই ভাষার বর্ণমালা ব্যবহার করা খুবই কষ্টসাধ্য কাজ হতে পারে। সেক্ষেত্রে আপনার ভাষার প্রতিটি ভিন্ন ধ্বনির জন্য চিন্তা করাটা ভালো। জাতীয় ভাষাটির বর্ণমালাকে একটি কাগজের টুকরোতে উপর থেকে নিচ পর্যন্ত লিখুন। তারপর আপনার ভাষায় একটি শব্দ লিখুন প্রতিটি অক্ষরের পাশাপাশি যেটি হয় সেই ধ্বনি দিয়ে শব্দ শুরু হবে বা যেটির ধ্বনি শব্দটির মধ্যে আছে। প্রতিটি অক্ষরের নিচে দাগ দিন যেটি সেই শব্দের সেই ধ্বনি সৃষ্টি করছে।

জাতীয় ভাষার বর্ণমালায় এমন কিছু অক্ষর থাকতে পারে যেটি আপনার ভাষায় ব্যবহৃত হয় না। সেটা ঠিক আছে। এখন ভাবুন এই সমস্ত শব্দ দিয়ে কি এমন ধ্বনি সৃষ্টি হতে পারে যা লিখতে আপনার পক্ষে কষ্টকর, বা যার জন্য আপনি কোনো অক্ষর খুঁজে পাচ্ছেন না। আপনি এমন কোনো অক্ষর যদি খুঁজে পান যা শুনতে আপনার কাঙ্খিত ধ্বনির মতন তাহলে আপনি অন্য ধ্বনিকে উপস্থাপনা করার জন্য সেই অক্ষরটিকে পরিবর্তন করতে পারেন । উদাহরণস্বরূপ যদি আপনার একটি ধ্বনি "এস" দ্বারা উপস্থাপিত হয়, আর একটি অনুরূপ ধ্বনি যার জন্য কোনো অক্ষর নেই, আপনি সেই একই রকমের ধ্বনির অক্ষরের জন্য এর উপরে একটি চিহ্ন ব্যহার করতে পারেন ' বা ^ বা ~। যদি আপনি দেখেন যে এক ধ্বনি সমষ্টি আছে যেগুলোর সাথে জাতীয় ভাষার ধ্বনির অনুরূপ পার্থ্যক্য আছে তাহলে আপনি সেই একই উপায়ে ওই অক্ষর সমষ্টিকে পরিবর্তন করতে পারেন।

আপনি যখন এই কাজটি সম্পূর্ণ করে ফেলবেন এবং আপনার ভাষার আর কোনো ধ্বনি অবশিষ্ট থাকবে না, তখন আপনি একটি গল্প লেখার চেষ্টা করুন বা সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনাকে লিখে ব্যক্ত করুন। আপনি যখনি কিছু লিখবেন, সম্ভবত আপনি কোনো ধ্বনি আবিষ্কার করবেন যা আপনি আগে কখনো কল্পনা করেন নি। আপনার অক্ষরগুলোকে পরিবর্তন করতে থাকুন যাতে আপনি এই ধ্বনিগুলো লিখতে পারেন। আপনার আগের প্রস্তুত তালিকার সাথে এই ধ্বনিগুলো যোগ করুন।

আপনার ভাষা ব্যবহারকারী অন্য কোনো ব্যক্তির কাছে এই তালিকাটি নিয়ে যান যিনি জাতীয় ভাষা পড়তে পারেন এবং দেখুন তাঁরা এই বিষয়ে কি ভাবছেন। হয়তো হতে পারে তাঁরা অক্ষরগুলোকে বদলে অন্য কোনো উপায় বলছে এই একই শব্দ যা অন্য আরো সহজ বা সরলভাবে পড়া যায়। এছাড়া কোনো ব্যক্তিদেরকে আপনার গল্প বা লেখাটি দেখান এবং আপনার দ্বারা প্রস্তুত শব্দ ও ধ্বনির তালিকা তাঁদেরকে বোঝান যাতে সেটিকে ব্যবহার করে পড়তে পারেন। যদি তাঁরা খুব সহজেই সেটি পড়তে শিখে যায়, তাহলে আপনার বর্ণমালাটি সঠিক। যদি সেটি কষ্টসাধ্যকর হয়, তাহলে আপনাকে আপনার বর্ণমালার উপর আরও পরিশ্রম করতে হবে সেটিকে সহজ ও সরল বানানোর জন্য, অথবা সেখানে একই অক্ষরকে ব্যবহার করে ভিন্ন ধ্বনি ব্যক্ত করা হয়েছে, অথবা সেখানে কিছু ধ্বনির জন্য আপনাকে অন্য অক্ষর খুঁজে বের করতে হবে ।

অন্য কোনো ব্যক্তি যিনি বা যাঁরা জাতীয় ভাষাতে পারদর্শী তাঁদের সাথে বর্ণমালার কাজ করা সঠিক হবে। আপনি ভিন্ন ধ্বনি নিয়ে আলোচনা করতে পারেন এবং তাদেরকে একসাথে উপস্থাপনা করার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় খুঁজে বের করতে পারেন ।

যদি জাতীয় ভাষাটি রোমান হরফ ছাড়া অন্য কোনো হরফ ব্যবহার করে, তাহলে আপনি চিহ্নগুলোকে পরিবর্তন করার জন্য অন্য কোনো চিহ্ন ভাবুন যাতে করে তারা আপনার ভাষার ধ্বনিকে উপস্থাপন করতে পারে। সব থেকে উত্তম হয় যদি আপনার ব্যবহার করা চিহ্নগুলো কম্পিউটারে উপস্থাপন করা সম্ভব হয়।(আপনি একটি ওয়ার্ড প্রসেসরে আপনার লেখার ধরণ পরীক্ষা নিরীক্ষা করতে পারেন অথবা http://ufw।io/tk/ -এ তে অনুবাদের কিবোর্ড ব্যবহার করে।) যদি আপনার কিবোর্ড প্রস্তুতে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে এই ঠিকানায় ই-মেইল করতে পারেন <help@door43।org> যখন আপনি কোনো চিহ্ন ব্যবহার করেন যেটি কম্পিউটারের কি বোর্ডে টাইপ করা সম্ভব তাহলে আপনার অনুবাদটি সঞ্চয় করে রাখা, কপি করে রাখা, এবং ইলেক্ট্রনিক্যালি বিতরণ করা সম্ভব, তাহলে মানুষেরা সেটি সম্পূন বিনামূল্যে ট্যাবলেট বা সেল ফোনে পড়তে সক্ষম হবেন ।