bn_ta/intro/statement-of-faith/01.md

6.9 KiB

  • এই নথির আনুষ্ঠানিক সংস্করণটি পাওয়া যায় http://ufw.io/faith/.*
  • বিশ্বাসের নিম্নোক্ত বিবৃতিটি সমস্ত সদস্য সংগঠন এবং অবদানকারীদের সংগঠন সমূহের সমস্ত সদস্যের দ্বারা আরোপিত হয় [unfoldingWord] (http s://git.door43.org/Door43/en_creeds/src/master/content/apostles.md), [Nicene Creed] (http s://git.door43.org/Door43/en_creeds/src/master/content/nicene.md), এবং [Athanasian Creed] (http s://git.door43.org/Door43/en_creeds/src/master/content/athanasian.md) এবং এছাড়া Lausanne Covenant। *

আমরা বিশ্বাস করি যে খৃস্টান বিশ্বাসকে ** অপরিহার্য বিশ্বাস ** এবং ** প্রান্তস্থ বিশ্বাসে বিভক্ত করতে পারা যায় এবং উচিত ** (রোমীয় 14) ।

প্রয়োজনীয় বিশ্বাস

অপরিহার্য বিশ্বাসগুলো যীশু খ্রিস্টের অনুসারীকে সংজ্ঞায়িত করে এবং যার সঙ্গে কখনও আপোষ বা উপেক্ষা করা যায় না।

  • আমরা বিশ্বাস করি বাইবেল শুধুমাত্র ঈশ্বরের অনুপ্রাণিত, পরিপূর্ণ, পর্যাপ্ত, কতৃত্বমূলক শব্দ ঈশ্বরের (1 থিষলনীকীয় 2:13; 2 তিমোথি 3: 16-17)।
  • আমরা বিশ্বাস করি যে একজনই ঈশ্বর আছে, চিরতরে তিন ব্যক্তির মধ্যে বিদ্যমান: ঈশ্বর পিতা, যীশু খ্রীষ্ট পুত্র এবং পবিত্র আত্মা (ম্যাথুজ 28:19; জন 10:30)।
  • আমরা যীশু খ্রীষ্টের দেবত্বে বিশ্বাস করি (যোহন 1: 1-4; ফিলিপীয় 2: 5-11; 2 পিতর 1: 1)।
  • আমরা যীশু খ্রীষ্টের মানবতা, তাঁর কুমারী জন্ম, তাঁর পাপহীন জীবন, তাঁর অলৌকিক কর্ম, তাঁর বৈকপিক এবং প্রায়শ্চিত্তকারী তাঁর রক্ত সেচনের মাধ্যমে মৃত্যুবরণ, তাঁর দৈহিক পুনরুত্থান এবং পিতার দক্ষিন হস্তে তাঁর উত্তরণে বিশ্বাস করি (মথি 1: 18,25; 1 করিন্থীয় 15: 1-8; ইব্রীয় 4:15; প্রেরিত 1: 9-11; প্রেরিত 2: 22-24)।
  • আমরা বিশ্বাস করি যে প্রত্যেক ব্যক্তি জন্মগত পাপী এবং তাই অনন্ত নরকের যোগ্য (রোমীয় 3:23; ঈশা 64: 6-7)।
  • আমরা বিশ্বাস করি যে পাপ থেকে পরিত্রাণ ঈশ্বরের উপহার, যীশু খ্রিস্টের বলিদানকারী মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে অর্জন করা যায়, বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারা, কাজের দ্বারা নয় (যোহন 3:16; যোহন 14: 6; ইফিষীয় 2: 8-9 , তিতাস 3: 3-7)।
  • আমরা বিশ্বাস করি যে সত্য বিশ্বাস সর্বদা অনুতাপ এবং পবিত্র আত্মার দ্বারা পুনর্সৃষ্টির সঙ্গী হয় (যাকোব 2: 14-26; যোহন 16: 5-16; রোমীয় 8: 9)।
  • আমরা পবিত্র আত্মার বর্তমান সেবাকার্যে বিশ্বাস করি যার দ্বারা যীশু খ্রীষ্টের অনুসারী আধ্যাত্মিক জীবন যাপন করতে সক্ষম হয় (যোহন 14: 15-26; ইফিষীয় 2:10; গালাতীয় 5: 16-18)।
  • আমরা সমস্ত জাতির, ভাষা এবং মানুষের গোষ্ঠী থেকে (ফিলিপীয় 2: 1-4; ইফিষীয় 1: 22-23; 1 করিন্থিয়ান্স 12: 12,27) প্রভু যীশু খ্রীষ্টের সকল বিশ্বাসীদের আধ্যাত্মিক ঐক্যে বিশ্বাস করি।
  • আমরা যীশু খ্রীষ্টের ব্যক্তিগত ও শারীরিক প্রত্যাবর্তনে বিশ্বাস করি (মথি 24:30; প্রেরিত 1: 10-11)।

আমরা রক্ষা পাওয়া এবং হারিয়ে যাওয়া উভয়ের পুনরুত্থানে বিশ্বাস করি; অসংরক্ষিত নরকের অনন্তকালীন দণ্ডে পুনরুত্থিত হবে এবং উদ্ধারপ্রাপ্ত ঈশ্বরের সাথে স্বর্গে অনন্ত আশীর্বাদে পুনরুত্থিত হবে (ইব্রীয় 9: 27-28; ম্যাথু 16:27; যোহন 14: 1-3; মথি 25: 31-46) ।

প্রান্তীয় বিশ্বাস

প্রান্তীয় বিশ্বাসগুলো হল বাইবেলে বাদবাকি যা কিছু শাস্ত্র বাক্যের মধ্যে আছে কিন্তু যেগুলো সম্বন্ধে খ্রীষ্টের আন্তরিক অনুগামীরা অসম্মতি জানাতে পারে (উদাহরণস্বরূপ: বাপ্তিস্ম, প্রভুর ভোজ, পরমানন্দ, ইত্যাদি)। আমরা এই বিষয়গুলোর উপরে সম্মতভাবে অসম্মতিতে সম্মতি দিতে পচ্ছন্দ করছি এবং প্রত্যেক মানুষের গোষ্ঠীকে শিষ্য তৈরির একটি সাধারণ লক্ষ্যের দিকে একসঙ্গে চাপ দিতে থাকব (মথি 28: 18-20)।