bn_obs/content/49.md

75 lines
12 KiB
Markdown
Raw Permalink Blame History

This file contains ambiguous Unicode characters

This file contains Unicode characters that might be confused with other characters. If you think that this is intentional, you can safely ignore this warning. Use the Escape button to reveal them.

# ঈশ্বরের নতুন নিয়ম
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-01.jpg)
এক স্বর্গদূত এক মরিয়ম নামক কুমারীকে বলেছিলেন যে তিনি ঈশ্বরের পুত্রকে জন্ম দেবেন৷তাই যখন তিনি কুমারীই ছিলেন, তিনি এক পুত্রের জন্ম দেন আর নাম হল যীশু৷তাই, যীশু হলেন ঈশ্বর আর তার সাথে মানুষও৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-02.jpg)
যীশু বহু চমৎকার করেছেন যা প্রমান করে যে তিনি ঈশ্বর৷তিনি জলের উপর হেঁটে ছিলেন, ঝড় থামিয়েছিলেন, বহু রোগীদের সুস্থ করেছিলেন, ভূত তাড়িয়েছিলেন, মৃতদের জীবিত করেছিলেন, আর পাঁচটি রুটি আর দুটি ছোট মাছ দিয়ে ৫০০০জনেরও বেশি লোকেদের যথেষ্ট রূপে খাইয়েছিলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-03.jpg)
যীশু উত্তম শিক্ষকও ছিলেন, আর তিনি অধিকারের সাথে কথা বলতেন কেননা তিনি ঈশ্বরের পুত্র ছিলেন৷তিনি শিখিয়েছেন যে তোমাদের অন্য লোকেদেরও নিজেদের সমান প্রেম করা উচিত৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-04.jpg)
তিনি আরও শিখিয়েছেন যে তোমাদের পৃথিবীর অন্য সকল কিছুর চেয়ে বেশি ঈশ্বরকে প্রেম করতে হবে৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-05.jpg)
যীশু বলেছেন যে পৃথিবীর কোনো কিছুর চেয়ে ঈশ্বরের রাজ্য বেশি মূল্যবান৷কারোর জন্য সবচাইতে বেশি মুখ্য বিষয় হল ঈশ্বরের রাজ্যের অংশ হওয়া৷এই রাজ্যে প্রবেশ করতে, আপনাকে নিজের পাপ থেকে উদ্ধার পেতে হবে৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-06.jpg)
যীশু শিখিয়েছেন যে কিছু লোক তাকে গ্রহণ করবে আর উদ্ধার পাবে কিন্তু কিছু লোকেরা বিশ্বাস করবে না৷তিনি বলেছেন যে কিছু লোকেরা হল উত্তম ভূমির মত৷তারা যীশুর সুসমাচার গ্রহণ করবে আর উদ্ধার পাবে৷অন্য লোকেরা রাস্তার ধারের শক্ত মাটির মত, যেখানে ঈশ্বরের বাক্য প্রবেশ করতে পারে না আর কোনো ফসল উৎপন্নও করতে পারে না৷ তারা যীশুর সমাচার তিরষ্কার করে আর তারা তার রাজ্যে প্রবেশ করতে পারবে না৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-07.jpg)
যীশু শিখিয়েছেন যে ঈশ্বর পাপীদের ভালবাসেন৷তিনি তাদের ক্ষমা করতে চান আর তাদের তার সন্তান করতে চান৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-08.jpg)
যীশু আমাদের আরও বলেছেন যে ঈশ্বর পাপকে ঘৃণা করেন৷যখন আদম ও হবা পাপ করেন, তা তাদের সকল বংশধরদের প্রভাবিত করেছিল৷পরিনামে, পৃথিবীর প্রত্যেকজন পাপ করে থাকে আর ঈশ্বরের থেকে আলাদা হয়ে পরে৷ তাই, সকল লোক ঈশ্বরের শত্রু৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-09.jpg)
কিন্তু ঈশ্বর পৃথিবীর সকলকে এত বেশি ভালবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন যেন যে কেউ যীশুর উপর বিশ্বাস করে সে তার পাপের জন্য দন্ডিত না হয়, কিন্তু ঈশ্বরের সাথে চিরকাল বেঁচে থাকে৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-10.jpg)
আপনার পাপের কারণে, আপনি দোষী আর মৃত্যুর যোগ্য৷ আপনার প্রতি ঈশ্বরের ক্রোধ হওয়া উচিত, কিন্তু তিনি আপনার উপর ক্রোধ না করে তিনি তার ক্রোধ যীশুর উপর করলেন৷ যখন যীশু ক্রুশের উপর মারা গিয়েছিলেন, তখন তিনি আপনাদের সকল দন্ড নিজের উপর নিয়ে নিয়েছিলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-11.jpg)
যীশু কখনও পাপ করেননি, কিন্তু তিনি দন্ডিত হওয়া বেছে নিলেন আর আপনাদের পাপ মেটাতে, সেই উৎকৃষ্ট বলি হলেন৷ কেননা যীশু নিজেকে বলি দিয়েছিলেন তাই ঈশ্বর যে কোনও পাপ ক্ষমা করেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-12.jpg)
ভালো কর্ম আপনাকে উদ্ধার দিতে পারবে না৷ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে আপনি কিছুই করতে পারেন না৷ শুধু যীশুই আপনার পাপ ধুতে পারেন৷আপনাকে বিশ্বাস করতেই হবে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র যিনি আপনার বদলে ক্রুশে মরেছেন আর ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-13.jpg)
ঈশ্বর সেই সকলকে উদ্ধার করবেন যারা যীশুর উপর বিশ্বাস করে আর তাকে প্রভু রূপে গ্রহণ করে৷কিন্তু যে তার উপর বিশ্বাস করে না তিনি তার উদ্ধার করবেন না৷এটা কোনো ব্যাপার নয় যে আপনি ধনী বা গরিব, পুরুষ বা নারী, অল্প বয়স্ক বা বৃদ্ধ, অথবা আপনি কোথায় বাস করেন৷ঈশ্বর আপনাকে ভালবাসেন আর চান যেন আপনি যীশুর উপর বিশ্বাস করেন আর তার আপনার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-14.jpg)
যীশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন তার উপর বিশ্বাস করার জন্য আর বাপ্তিষ্ম নেওয়ার জন্য৷আপনি কি বিশ্বাস করেন যে যীশু হলেন খ্রীষ্ট আর ঈশ্বরের পুত্র? আপনি কি বিশ্বাস করেন যে আপনি একজন পাপী আর আপনি ঈশ্বরের কাছ থেকে সেই সকল পাপের জন্য শাস্তি পাওয়ার যোগ্য?আপনি বিশ্বাস করেন যে যীশু আপনার পাপ মেটাতে ক্রুশে বিদ্ধ হয়ে মরেছিলেন?
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-15.jpg)
যদি আপনি যীশুর উপর আর যা তিনি আপনার জন্য করেছেন তা বিশ্বাস করেন তাহলে আপনি একজন খ্রীষ্টানঈশ্বর আপনাকে শয়তানের অন্ধকারের রাজ্য থেকে নিয়ে নিয়েছেন আর আপনাকে ঈশ্বরের আলোর রাজ্যে রেখে দিয়েছেন৷ ঈশ্বর আপনার পুরনো পাপময় পথ সকল নিয়ে নিয়েছেন আর আপনাকে নতুন আর ধার্মিক পথ দিয়েছেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-16.jpg)
যদি আপনি একজন খ্রীষ্টান হন, ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন কারণ যীশু আপনার হয়ে শাস্তি পেয়েছেন৷এখন, ঈশ্বর আপনাকে শত্রু নয় বরং বন্ধু রূপে গন্য করেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-17.jpg)
যদি আপনি ঈশ্বরের একজন বন্ধু হন আর প্রভু যীশুর একজন ভক্ত হন, তাহলে আপনি যীশুর দেওয়া আদেশ পালন করতে চাইবেন৷যদিও আপনি একজন খ্রীষ্টান হন তবুও আপনি প্রলোভনে পরবেন৷কিন্তু ঈশ্বর বিশ্বাসযোগ্য, আপনি যদি আপনার পাপ স্বীকার করেন তবে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন৷ তিনি আপনাকে পাপের সাথে লড়তে সাহায্য করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-49-18.jpg)
ঈশ্বর আপনাকে প্রার্থনা করতে বলেন, তার বাক্য পড়তে বলেন, অন্যান্য খ্রীষ্টানদের সাথে মিলে আরাধনা করতে বলেন আর অন্যদের বলতে বলেন যা তিনি আপনার জন্য করেছেন৷ এসকল আপনাকে তার সাথে একটি গভীর সম্পর্ক গড়তে সাহায্য করবে৷
_একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-রোমীয় ৩:২১-২৬, ৫:১-১১; যোহন ৩:১৬; মার্ক ১৬-১৬; কলসীয় ১:১৩-১৪; ২ করিন্থীয় ৫:১৭-২১; ১ যোহন ১:৫-১_