bn_obs/content/28.md

43 lines
5.3 KiB
Markdown
Raw Permalink Blame History

This file contains ambiguous Unicode characters

This file contains Unicode characters that might be confused with other characters. If you think that this is intentional, you can safely ignore this warning. Use the Escape button to reveal them.

# ধনী-শাসক যুবক
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-01.jpg)
একদিন, এক ধনী যুবক যিনি সেখানকার শাসক ছিলেন, যীশুর কাছে এলেন আর প্রশ্ন করলেন, “হে সৎ গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে?”যীশু তাকে বললেন, “আপনি আমায় কেন “সৎ” বলছেন?একজনই মাত্র সৎ রয়েছেন আর তিনি হলেন ঈশ্বর৷কিন্তু আপনি যদি অনন্ত জীবন চান, তবে ঈশ্বরের আজ্ঞা পালন করুন৷”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-02.jpg)
“কোনগুলো আমাকে পালন করতে হবে?” তিনি জিজ্ঞাসা করলেন৷যীশু উত্তর দিলেন, “হত্যা কর না৷ব্যভিচার কর না৷ চুরি কর না৷মিথ্যা বল না৷নিজ পিতামাতাকে আদর কর, আর নিজ প্রতিবেশীকে নিজ সমান প্রেম কর৷”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-03.jpg)
কিন্তু সেই যুবক বললেন, “আমি এই সকল ব্যবস্থা আমার বাল্যকাল থেকে পালন করে আসছি৷অনন্তকাল বাঁচবার জন্য আমাকে আরো কি করতে হবে?”যীশু তাকে দেখলেন ও স্নেহ করলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-04.jpg)
যীশু উত্তর দিলেন, “যদি আপনি সিদ্ধ হতে চান তবে আপনার যা কিছু বিষয়বস্তু আছে তা বিক্রি করুন আর সেই টাকা গরিবদের বিতরণ করুন আর স্বর্গে আপনার বিষয়-সম্পত্তি হবে৷ তারপর, আসুন আর আমার অনুকরণ করুন৷”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-05.jpg)
যখন সেই যুবক, যা কিছু যীশু বললেন, শুনলেন, তিনি খুবই দুঃক্ষিত হলেন, কেননা তিনি খুবই ধনী ছিলেন আর যা কিছু তার ছিল সেগুলো দিতে চাইতেন না৷তিনি ফিরলেন আর যীশুর কাছে থেকে চলে গেলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-06.jpg)
তারপর যীশু তার শিষ্যদের বললেন, “ধনীদের জন্য এটি খুবই কঠিন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা!হ্যাঁ, সুঁচয়ের ছিদ্র থেকে প্রবেশ করে পার হওয়া একটি উটের জন্যও সহজ কিন্তু ঈশ্বরের রাজ্যে একজন ধনী ব্যক্তির প্রবেশ ততটাই কঠিন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-07.jpg)
যখন শিষ্যরা শুনলেন যা যীশু বললেন তখন তারা আশ্চর্য করল আর বলল, “তাহলে করা উদ্ধার পেতে পারে?”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-08.jpg)
যীশু শিষ্যদের দেখলেন আর বললেন, “লোকেদের জন্য এ অসম্ভব কিন্তু ঈশ্বরের জন্য সকল কিছুই সম্ভব৷”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-09.jpg)
পিতর যীশুকে বললেন, “আমরা সকল কিছু পরিত্যাগ করেছি আর আপনাকে অনুস্বরণ করেছি৷আমাদের পুরষ্কার কি হবে?”
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-28-10.jpg)
যীশু উত্তর দিলেন, “প্রত্যেকে যারা ঘর, ভাই, বন, পিতা, মাতা, সন্তান, বা সম্পত্তি আমার জন্য ত্যাগ করেছে, তারা তার ১০০গুনেরও বেশি পাবে আর অনন্ত জীবনও পাবে৷কিন্তু অনেকে যারা প্রথম তারা অন্তিম হবে আর অনেকে যারা অন্তিম তারা প্রথম হবে৷”
_একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে:মথি ১৯: ১৬-৩০; মার্ক ১০:১৭-৩১; লুক ১৮:১৮-৩_