bn_obs/content/21.md

63 lines
11 KiB
Markdown
Raw Permalink Blame History

This file contains ambiguous Unicode characters

This file contains Unicode characters that might be confused with other characters. If you think that this is intentional, you can safely ignore this warning. Use the Escape button to reveal them.

# ঈশ্বর খ্রীষ্ট বিষয়ক প্রতিজ্ঞা করেন
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-01.jpg)
শুরু থেকেই, ঈশ্বর খ্রীষ্টকে পাঠাবার পরিকল্পনা করে রেখেছিলেন৷ খ্রীষ্ট বিষয়ক প্রতিজ্ঞা প্রথমে আদম আর হবার কাছে করা হয়েছিল৷ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে হবার এক উত্তরাধিকারী জন্মাবেন যিনি সাপের মাথা থেতলে ধ্বংস করবেন৷যে সাপটি হবাকে ছলনা করেছিল সে হল শয়তান৷প্রতিজ্ঞাটির অর্থ হল যে খ্রীষ্ট শয়তানকে সম্পূর্ণরূপে পরাজিত করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-02.jpg)
ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেন যে তার দ্বারা পৃথিবীর সকল জাতি অশির্বাদিত হবে৷এই আশির্বাদ তখনই ফলিত হবে যখন ভবিষ্যতে কোনো কালে খ্রীষ্ট আসবেন৷তিনি এসব সম্ভব করবেন যেন পৃথিবীর সকল জাতির লোকেরা উদ্ধার পায়৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-03.jpg)
ঈশ্বর মোশীকে প্রতিজ্ঞা করেন যে ভবিষতে তিনি মোশীর মত একজন ভাববাদী উৎপন্ন করবেন৷ এটা ছিল খ্রীষ্ট বিষয়ক আর একটি প্রতিজ্ঞা যিনি কিছুকাল পরই আসবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-04.jpg)
ঈশ্বর রাজা দায়ূদকে প্রতিজ্ঞা করেছিলেন যে তার আগামী বংশের একজন ঈশ্বরের লোকেদের উপর চিরকালের জন্য রাজত্ব করবেন৷ এটির অর্থ হল যে খ্রীষ্ট দায়ূদের নিজকুলেরই উত্তরাধিকারী হবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-05.jpg)
ভাববাদী যিরমিয়ের দ্বারা, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি একটি নতুন নিয়ম স্থাপন করবেন, কিন্তু তা সীনয় পর্বতে ইস্রায়লীয়দের সাথে ঈশ্বরের করা নিয়মের মত নয়৷ নতুন নিয়মে, ঈশ্বর লোকেদের হৃদয়ে তার ব্যবস্থা লিখবেন, যেন লোকেরা ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানতে পারে, তারা হবে তার প্রজা, আর ঈশ্বর তাদের পাপ ক্ষমা করবেন৷খ্রীষ্টই নতুন নিয়ম স্থাপন করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-06.jpg)
ঈশ্বরের ভাববাদিগণরাও বলেছে যে খ্রীষ্ট একজন ভাববাদী, একজন যাজক, আর একজন রাজা হবেন৷ভাববাদী হলেন এমন একজন যিনি ঈশ্বরের বাক্য শোনেন আর তারপর লোকেদের ঈশ্বরের কাছ থেকে শোনা বাক্যগুলো ঘোষণা করেন৷খ্রীষ্ট যাকে পাঠাবার বিষয়ে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তিনিই হবেন সর্বত্তোম ভাববাদী৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-07.jpg)
ইস্রায়লীয় যাজকেরা লোকেদের হয়ে তাদের পাপের শাস্তির এক পরিপূরকরূপে ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করত৷যাজকেরা লোকেদের জন্য প্রার্থনাও করত৷খ্রীষ্ট হবেন সেই সর্বোৎকৃষ্ট মহাযাজক যিনি নিজেকে একটি পূর্ণ বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-08.jpg)
একজন রাজা হলেন যিনি একটি রাজ্য রাজত্ব করেন আর লোকেদের ন্যায় করেন৷খ্রীষ্ট হবেন সেই সর্বশ্রেষ্ঠ মহারাজ যিনি তার পূর্বপুরুষের সিংহাসনে বিরাজমান হবেন৷তিনি সম্পূর্ণ পৃথিবীর উপর রাজত্ব করবেন, আর চিরকাল সততার সাথে ন্যায়বিচার করবেন আর সঠিক নির্ণয় নেবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-09.jpg)
ঈশ্বরের ভাববাদীরা অন্য আরও অনেক কথা খ্রীষ্টের বিষয়ে বলেছিলেন৷মালাখি ভাববাদী ভাববাণী করেছেন যে এক মহান ভাববাদী আসবেন খ্রীষ্টের পূর্বে৷যিশাইয় ভাববাদী ভাববাণী করেছেন যে খ্রীষ্ট এক কুমারীর দ্বারা জন্মাবেন৷মীখা ভাববাদী বলেছেন যে তিনি বৈৎলেহম নগরে জন্মাবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-10.jpg)
যিশাইয় ভাববাদী বলেছেন যে খ্রীষ্ট গালীল প্রদেশে বসবাস করবেন, চূর্ণ হৃদয়ী লোকেদের সান্তনা দেবেন, আর বন্দিদের জন্য স্বাধীনতা ঘোষণা করবেন আর বন্দিদের মুক্ত করবেন৷তিনি আরও বলেছেন যে খ্রীষ্ট রোগীদের সুস্থ করবেন আর তাদের যারা শুনতে, দেখতে, বলতে বা হাঁটতে পারেনা৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-11.jpg)
যিশাইয় ভাববাদী আরও ভাববাণী করেছেন যে খ্রীষ্টকে কোনো কারণ ছাড়া অন্যদের দ্বারা ঘৃণিত ও তিরস্কৃত হতে হবে৷ অন্য ভাববাদিগণ ভবিষ্যৎবাণী করেছেন যে যারা খ্রীষ্টকে হত্যা করবে তারা তার পোশাকের জন্য জুয়া খেলবে আর তার এক বন্ধুই তাকে প্রতারণা করবে৷সখরিয় ভাববাদী ভাববাণী করেছেন যে সেই বন্ধুকে তিরিশটি রুপার মুদ্রা দেওয়া হবে খ্রীষ্টকে প্রতারণা করার জন্য৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-12.jpg)
ভাববাদীরা আরো বলেছেন যে কিভাবে খ্রীষ্ট মারা যাবেন৷যিশাইয় ভাববাণী করেছেন যে লোকেরা খ্রীষ্টের উপর থুতু ফেলবে, তাকে ঠাট্টা করবে ও থাকে আঘাত করবে৷ তারা তাকে বিদ্ধ করবে আর তিনি অনেক কষ্টে ও শোকে মারা যাবেন, যদিও তিনি ভুল কিছুই করে থাকবেন না৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-13.jpg)
ভাববাদী আরো বলেছেন যে খ্রীষ্ট সর্বসিদ্ধ হবেন, কেননা তার মধ্যে কোনো পাপ থাকবে না৷তিনি মারা যাবেন অন্যদের জন্য পাপের শাস্তি গ্রহণ করে৷ তার শাস্তি গ্রহণ লোকেদের আর ঈশ্বরের মধ্যে শান্তি স্তাপন করবে৷এই কারণে, খ্রীষ্টকে চুর্ন করাটা ছিল ঈশ্বরের যোজনা৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-14.jpg)
ভাববাদীরা ভাববাণী করেছে যে খ্রীষ্ট মরবেন আর ঈশ্বর তাকে মৃত্যু থেকে পুনরুত্থিতও করবেন৷খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা, ঈশ্বর পাপীদের উদ্ধারের যোজনা পূর্ণ করবেন আর নতুন নিয়ম আরম্ভ করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-21-15.jpg)
ঈশ্বর লোকেদের কাছে খ্রীষ্ট সম্বন্ধীয় অনেক কিছু প্রকাশিত করেছিলেন, কিন্তু খ্রীষ্ট সেই ভাববাদীদের করোও সময়কালে আসেননি৷ শেষ ভাববাণী বলার প্রায় বছরেরও বেশি সময়ের পর, ঠিক সঠিক সময়ে, ঈশ্বর খ্রীষ্টকে পৃথিবীতে পাঠাবেন৷
_একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-আদিপুস্তক ৩:১৫; ১২:১-৩; দ্বিতীয় বিবরণ ১৮:১৫; ২ শমূয়েল ; যিরমিয় ৩১; যিশাইয় ৫৯:১৬; দানিয়েল ; মালাখি :৫; যিশাইয় :১৪; মীখা ৫:২; যিশাইয় ৯:১-; ৩৫:৩-৫; ৬১:৫৩; গীতসংহিতা ২২:১৮; ৩৫:১৯; ৬৯:; ৪১:৯; সখরিয় ১১:১২-১৩; যিশাইয় ৫০:৬; গীতসংহিতা ১৬:১০-১১_