bn_obs/content/18.md

55 lines
8.1 KiB
Markdown

# বিভাজিত রাজ্য
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-01.jpg)
বহু বছর পর, দায়ূদ মারা যান আর তার পুত্র শলোমন ইস্রায়েলের উপর রাজ্যত্ব করা আরম্ভ করেন৷ঈশ্বর শলোমনকে বললেন আর জিজ্ঞেসা করলেন যে তার সবচাইতে বেশি কি দরকার ৷তখন শলোমন বুদ্ধি চাইলেন, ঈশ্বর তাতে সন্তুষ্ট হলেন আর তাকে বিশ্বের সবচাইতে মহান বুদ্ধিমান করলেন৷ শলোমন অনেক কিছু শিখলেন এবং তিনি একজন জ্ঞানী বিচারক ছিলেন৷ঈশ্বর তাকে খুব সম্পদশালীও করলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-02.jpg)
যেরুশালেমে, শলোমন সেই মন্দির তৈরী করলেন যা তার পিতা দায়ূদ তৈরী করার পরিকল্পনা করেছিলেন আর কাঁচামাল সংগ্রহ করেছিলেন৷লোকেরা এখন ঈশ্বরের আরাধনা ও বলিদান উৎসর্গ মিলন তাম্বুর জায়গায় মন্দিরে করত৷ ঈশ্বর এলেন আর মন্দিরে উপস্থিত হলেন, এবং তিনি সেখানে তার লোকেদের সাথে থাকলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-03.jpg)
কিন্তু শলোমন অন্যান্য দেশের নারীদের পছন্দ করতেন৷তিনি বহু মহিলাদের বিবাহ করে ঈশ্বরের অবাধ্য হলেন, প্রায় তারা ১০০০ জন ছিলেন!বেশিরভাগ এই মহিলারা ছিল বিদেশী আর তারা তাদের দেবতাদের সঙ্গে করে নিয়ে এলো এবং তাদের নিয়ত পুজো করত৷যখন শলোমন বৃদ্ধ হল, তিনিও তাদের দেবতাদের পুজো করল৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-04.jpg)
ঈশ্বর শলোমনের উপর রেগে গেলেন আর, শলোমনের অবিশ্বাসযোগ্যতার শাস্তি স্বরূপ, তিনি প্রতিজ্ঞা করলেন যে শলোমনের মৃত্যুর পর ইস্রায়েল দেশকে দুটি রাজ্যে বিভাজিত করবেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-05.jpg)
শলোমনের মৃত্যুর পর, তার পুত্র রহবিয়াম রাজা হন৷রহবিয়াম একজন মূর্খতাপূর্ণ ব্যক্তি ছিলেন৷ইস্রায়েল দেশের সকল লোক একসাথে তাকে রাজা রূপে রাজ্যাভিষেক করতে এলো৷ তারা রহবিয়ামকে অভিযোগ করল যে শলোমন তাদের প্রচুর ভারী কাজ করতে ও প্রচুর খাজনা দিতে বাধ্য করেছিলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-06.jpg)
রহবিয়াম মূর্খতাপূর্ণভাবে তাদের উত্তর দিলেন, “তোমরা মনে কর যে আমার পিতা শলোমন তোমাদের ভারী কাজ করিয়েছেন, কিন্তু আমি তোমাদের তার চেয়েও অনেক ভারী কাজ করাব, আর তার চেয়েও বেশি কঠোরভাবে শাস্তি দেব৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-07.jpg)
ইস্রায়েল দেশের দশ গোত্র রহবিয়ামের বিরুদ্ধে বিদ্রোহ করল৷কেবল দুটো গোত্র তার প্রতি বিশ্বাসী হয়ে রইল৷এই দুই গোত্র হল যিহুদা রাজ্য৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-08.jpg)
ইস্রায়েল দেশের অন্য দশ গোত্র যারা রহবিয়ামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা তাদের উপর রাজা হওয়ার জন্য এক ব্যক্তিকে নিযুক্ত করল যার নাম হল যারবিয়াম৷তারা দেশের উত্তর ভাগে তাদের রাজ্য স্থাপনা করল আর সেটিকে বলা হত ইস্রায়েল রাজ্য৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-09.jpg)
যারবিয়াম ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন আর লোকেদের পাপ করলেন৷তিনি তার লোকেদের জন্য যিহুদা রাজ্যের মন্দিরের যীহোবা ঈশ্বরের জায়গায় পুজো করার জন্য দুটি মূর্তি তৈরী করলেন৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-10.jpg)
যিহুদা রাজ্য ও ইসরাইল রাজ্য একেঅপরের শত্রু হল আর প্রায়ই একেঅপরের সাথে লড়াইও করত৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-11.jpg)
ইস্রায়েলের নতুন রাজ্যে সকল রাজারাই ছিল দুষ্ট৷বেশিরভাগ রাজারাই অন্য ইসরাইলবাসীর দ্বারা মারা পড়ল যারা তার জায়গায় রাজা হতে চাইত৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-12.jpg)
ইস্রায়েল রাজ্যের সকল রাজা আর প্রজা মূর্তি পুজো করত৷ তাদের মূর্তি পূজায় প্রায়ই যৌন অনৈতিকতা আর শিশু বলিও সন্মিলিত হত৷
![OBS Image](https://cdn.door43.org/obs/jpg/360px/obs-en-18-13.jpg)
যিহুদার রাজারা ছিলেন দায়ূদের বংশ৷এদের মধ্যে কিছু রাজারা ছিল ভালো মানুষ যারা ন্যায়পূর্বক রাজত্ব ও ঈশ্বরের আরাধনা করেছিল৷ কিন্তু যিহুদার বেশিরভাগ রাজারাই ছিলেন দুষ্ট, ভ্রষ্ট আর তারা মূর্তি পুজো করত৷ এমনকি কিছু রাজারা তাদের সন্তানদের মিথ্যে দেবতাদের কাছে বলি উৎসর্গও করেছিল৷যিহুদার বেশিরভাগ লোকেরাই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর অন্য দেব-দেবীর আরাধনা করেছিল৷
_একটি বাইবেল কাহিনী: নেওয়া হয়েছে-১ রাজাবলি ১-৬; ১১-১২_