bn_obs-tq/content/44/05.md

1.0 KiB

পিতর প্রভু যীশুর হত্যার দোষী কাকে করেছিলেন?

তিনি বলেছিলেন যে ভিড়ের লোকেরা রোমান রাজ্যপালকে যীশুকে হত্যা করতে বলেছিল৷

কোন ভাববাণী লোকেরা পূর্ণ করেছিল যখন তারা যীশুকে হত্যা করেছিল?

তারা সেই ভাববাণীগুলোকে পূরণ করেছিল যা বলে যে খ্রীষ্টকে দুঃখ ভোগ করতে হবে ও মরতে হবে৷

পিতর লোকেদের কি বলেছিলেন যে তাদের কি করা উচিত?

তাদের অনুশোচনা করা উচিত আর ঈশ্বরের কাছে ফেরা উচিত, যেন তারা তাদের পাপ থেকে শুদ্ধ হতে পারে৷