bn_obs-tq/content/26/02.md

762 B

সেই নগরের নাম কি ছিল যেখানে প্রভু যীশু বাল্যকালে থাকতেন?

সেই নগরের নাম ছিল নাসরৎ৷

বিশ্রামবারে প্রভু যীশু কোথায় গিয়েছিলেন?

তিনি আরাধনালয়ে গিয়েছিলেন৷

কেন লোকেরা আরাধনালয়ে প্রভু যীশুর হাতে যিশাইয় ভাববাদীর শাস্ত্রটি দিয়েছিল?

তারা চেয়েছিল যেন প্রভু যীশু সেখান থেকে কিছু পড়ে তাদের শোনান৷