bn_obs-tn/content/50/11.md

1.2 KiB

তিনি গিয়েছিলেন

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিলেন” বা, “তিনি স্বর্গে গিয়েছিলেন৷”

আকাশের মেঘের মধ্যে দিয়ে তিনি আসবেন

তা হল, “আকাশের মেঘ তাকে ঘিরে রাখবে যখন তিনি আগমন করবেন” বা, “আকাশের মেঘ তাকে বহন করে নিয়ে আসবেন৷”

যখন যীশু ফিরে আসবেন

তা হল, “যখন যীশু পৃথিবীতে ফিরে আসবেন৷”

আকাশে তার সাথে মিলিত হবে

তা হল, “আকাশে তার সাথে একত্র হবে৷” যারা যীশুর উপর বিশ্বাস করেছিল তারা যখন যীশুকে আকাশে দেখবেন, তখন তার কাছে সাক্ষাৎ করতে যাবে৷